৬২ কোটি টাকার কোকেন নিয়ে ভারতে ফেরার সময় ধরা পড়লেন এক মহিলা! কাতারের রাজধানী দোহা থেকে ভারতে আসছিলেন তিনি। মুম্বই বিমানবন্দরে বিমান অবতরণের পর ধরা পড়ে যান মহিলা। তাঁর থেকে মোট ৬.২৬ কিলোগ্রাম মাদকদ্রব্য পাওয়া গিয়েছে। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার এক মহিলা মাদকদ্রব্য নিয়ে মুম্বই বিমানবন্দরে পৌঁছোবেন বলে আগে থেকেই খবর ছিল মহারাষ্ট্রের রাজস্ব বিভাগের গোয়েন্দাদের কাছে। সেইমতো তাঁরা প্রস্তুত ছিলেন বিমানবন্দর চত্বরে। সেখানে এক মহিলার গতিবিধি সন্দেহজনক ঠেকে রাজস্ব বিভাগের আধিকারিকদের। তাঁকে আটকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাতে আরও সন্দেহ বাড়ে আধিকারিকদের। শেষে তাঁর ব্যাগে তল্লাশি শুরু করেন আধিকারিকেরা।
মহিলার ব্যাগ থেকে মোট ৯টি বাক্স পাওয়া যায়। এর মধ্যে ছ’টি বিস্কুটের এবং তিনটি চকোলেটের। প্রতিটি বাক্সের মধ্যে সাদা পাউডারের মতো কিছু রাখা ছিল। রাজস্ব বিভাগের আধিকারিকেরা তা দেখে বুঝতে পারেন, সেগুলি আসলে কোকেন। এ ছাড়া ৩০০টি ক্যাপসুলও পাওয়া গিয়েছে তাঁর থেকে। সেগুলিতেও কোকেন পাওয়া গিয়েছে। সব মিলিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৬২৬১ গ্রাম মাদকদ্রব্য, যার মূল্য আনুমানিক ৬২ কোটি ৬০ লক্ষ টাকা। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
এর আগে গত মাসেও মুম্বই বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কেজি কোকেন উদ্ধার হয়েছিল। ধরা পড়েছিলেন এক বিদেশি নাগরিক। শল্যচিকিৎসায় ব্যবহৃত কোমরের বেল্ট এবং পায়ের ‘কাফ গার্ড’-এ চারটি প্যাকেটে লুকিয়ে কোকেন নিয়ে ভারতে আসছিলেন তিনি। ওই সময়ে তাঁর থেকে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছিল।