পলাতক শিল্পপতি বিজয় মাল্যের ৭০ বছরের জন্মদিনের আগে তাঁর জন্য এক বিশেষ হাই-প্রোফাইল পার্টির আয়োজন করলেন আর এক বিতর্কিত নাম, আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে মোদীর বিলাসবহুল বাড়িতেই পার্টির আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন বাইকন-এর স্রষ্টা কিরণ মজুমদার-শ, অভিনেতা ইদ্রিস এলবা, ফ্যাশন ডিজ়াইনার মনোবিরাজ খোসলা-সহ আরও অনেকে।
(বাঁ দিকে) ললিত মোদী এবং বিজয় মাল্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যমে মোদী ও মাল্যের একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ছড়িয়েছে পার্টির আমন্ত্রণপত্রটিও। তাতে বিজয় মাল্যের কার্টুনের পিছনে রয়েছে তাঁর উড়ান সংস্থার বিমানের ছবি, পানীয়ের ছবি। নীচে লেখা— ‘সুসময়ের রাজাকে উদ্যাপন’। এর আগেও মাল্যের ৬৩ বছরের জন্মদিনে লন্ডনে পার্টি দিয়েছিলেন ললিত মোদী। এ দিকে, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর প্রত্যর্পণ আটকানোর আবেদন বেলজিয়ামের শীর্ষ আদালতেও খারিজ হয়ে গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)