Advertisement
২০ এপ্রিল ২০২৪

লালুর চাপে গ্রেফতার নয় অনন্ত, মন্তব্য নীতীশের

শাসক দলের বিধায়ক অনন্ত সিংহ ওরফে ছোটে সরকারের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ তিনি বলেন, ‘‘আইন সকলের জন্য সমান। আমাদের সরকার কাউকে ফাঁসায়ও না, কাউকে বাঁচায়ও না। যে যেমন কাজ করবে আইন তাঁর জন্য তেমনই ব্যবহার করবে।’’

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:২৮
Share: Save:

শাসক দলের বিধায়ক অনন্ত সিংহ ওরফে ছোটে সরকারের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ তিনি বলেন, ‘‘আইন সকলের জন্য সমান। আমাদের সরকার কাউকে ফাঁসায়ও না, কাউকে বাঁচায়ও না। যে যেমন কাজ করবে আইন তাঁর জন্য তেমনই ব্যবহার করবে।’’ লালুপ্রসাদের চাপেই কী অনন্ত সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? নীতীশ বলেন, ‘‘আমি কারও চাপে কিছু করি না। এর জন্য কারও চিন্তার দরকার নেই। যত দিন রয়েছি তত দিন কোনও ভেদাভেদ ছাড়াই কাজ করব। বিহারে আইনের শাসন বজায় রাখব।’’

নির্বাচনের আগেই কেন গ্রেফতার করা হল অনন্ত সিংহকে? মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যখন ঘটনা সামনে আসবে তখনই ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগে যদি এমন ঘটনা আসে তা হলে তখনই ব্যবস্থা নেওয়া হবে।’’ বিজেপির বিরুদ্ধেও তাঁর অভিযোগ, ‘‘বিজেপি নিজেদের লোকেদের বাঁচাচ্ছে আর নৈতিকতার কথা বলছে। নৈতিক অধিকার নিয়ে কথা বলার অধিকার নেই ওঁদের।’’ তাঁর কটাক্ষ, ‘‘বিহারে যদি জঙ্গলরাজ থাকে তা হলে ২০০২ সালে গুজরাতে কী মঙ্গলরাজ ছিল?’’

এ দিন পুলিশ অনন্ত সিংহের ঘনিষ্ঠ সহযোগী কার্তিক সিংহ-সহ কয়েক জনকে গ্রেফতার করেছে। এই পরিস্থিতির মধ্যে বাঢ়ে সভা করতে অনুমতি চেয়েছিলেন পাপ্পু যাদব। গোলমালের আশঙ্কায় পুলিশ অনুমতি না মঞ্জুর করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Lalu Prasad Ananta Singha Bihar Patna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE