হাসপাতালে শুয়ে তেজপ্রতাপ। ছবি: সংগৃহীত।
বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদব। সূত্রের খবর, তেজপ্রতাপকে পটনার রাজেন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার আচমকাই তিনি বুকে ব্যথা অনুভব করেন। তার পরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন লালু-পুত্র। শ্বাসকষ্টও হচ্ছিল। বৃহস্পতিবারই বক্সারে একটি সাধারণ পাঠাগারের উদ্বোধন করতে গিয়েছিলেন তেজপ্রতাপ। লালু-পুত্রের একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
এই প্রথম নয়, এর আগেও এই একই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ২০২৩ সালে বুকে ব্যথার উপসর্গ নিয়ে পটনার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তেজপ্রতাপকে। আইসিইউতেও থাকতে হয়েছিল তাঁকে। কয়েক দিন চিকিৎসাও চলে।
বিহারের হাসনপুর বিধানসভার আরজেডি বিধায়ক তেজপ্রতাপ। রাজ্যে জেডিইউ এবং আরজেডির মহাগঠবন্ধন সরকারের সময় পরিবেশমন্ত্রীও ছিলেন তিনি। তার আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদও সামলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy