মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল তিন পুলিশকর্মীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানা এবং ছত্তীসগঢ়ের সীমানায় তেলঙ্গানার মুলুগু জেলায়। রুটিন তল্লাশি অভিযানে বেরিয়েছিল পুলিশের একটি দল। সেই সময় এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে খবর।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জঙ্গলের মধ্যে আইইডি পুঁতে রাখা ছিল। যেখানে বিস্ফোরণ ঘটে, সেই এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা। আর এই এলাকায় মাওবাদীরা অত্যন্ত সক্রিয়। এই ঘটনার পরই বিশাল বাহিনী গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। প্রসঙ্গত, বুধবার ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলা এবং তেলঙ্গানার সীমানায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ মাওবাদীর মৃত্যু হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরকও উদ্ধার করে যৌথবাহিনী।
আরও পড়ুন:
ওই এলাকায় গত ১৮ দিন ধরে ধারাবাহিক সংঘর্ষ চলছে। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র ১ নম্বর ব্যাটেলিনের ঘাঁটি রেগুট্টা এবং দুর্গামগুট্টা। ঘন জঙ্গলে ঘেরা ওই এলাকায় গত ২১ এপ্রিল থেকে ‘অপারেশন সঙ্কল্প’ নামে মাওবাদী দমন অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীদের নিশ্চিহ্ন করার কথা ঘোষণা করেছেন। ‘অপারেশন সঙ্কল্প’ সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি ছত্তীসগঢ় সরকারের।