Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সীমান্তে লেসার, ইনফ্রা-রে ব্যবহারের পরামর্শ সর্বার

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আজ প্রথম ইউনিফায়েড কম্যান্ডের দুই স্তম্ভ, বিএসএফ ও সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসলেন কম্যান্ডের প্রধান তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেখানে তিনি সীমান্তে পাকা বেড়া বসানোর উপরে জোর দেন। পূর্বেও লেসার বেড়ার দেওয়াল বসানোর পরামর্শ দেন তিনি।

নিজস্ব সংবাদদাতা,
গুয়াহাটি শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০৩:৩৫
Share: Save:

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আজ প্রথম ইউনিফায়েড কম্যান্ডের দুই স্তম্ভ, বিএসএফ ও সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসলেন কম্যান্ডের প্রধান তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেখানে তিনি সীমান্তে পাকা বেড়া বসানোর উপরে জোর দেন। পূর্বেও লেসার বেড়ার দেওয়াল বসানোর পরামর্শ দেন তিনি।

বিএসএফের ডিজি কে কে শর্মা ও বিএসএফ অসম-মেঘালয় ফ্রন্টিয়ারের কর্তারা সোনোয়ালের সঙ্গে বৈঠকে বসেন। ছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র কমিশনার সোনোয়াল শর্মাকে বলেন, যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তে নিশ্ছিদ্র

বেড়া বসানোর ব্যবস্থা করতে হবে। কেন্দ্র ও রাজ্য আলোচনা করে বাংলাদেশ সীমান্তে বেড়ার আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সোনোয়াল শর্মাকেও সেই পথেই ‘লেসার ওয়াল’, ‘ইনফ্রা’ রশ্মি দিয়ে গড়া ‘স্মার্ট বেড়া’ তৈরির পরামর্শ দেন। সর্বানন্দ সব চেয়ে বেশি জোর দেন উন্মুক্ত জল-সীমান্ত বন্ধ করায়। বিএসএফ কর্তা তাঁকে জানান, ধুবুরির ৪২ কিলোমিটার নদী-সীমান্ত বন্ধ করাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ।

মুখ্যমন্ত্রী এর পর ৪ নম্বর কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবুর সঙ্গেও বৈঠক করেন। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তথ্য দেন,

জানান, সন্ত্রাস পরিস্থিতি এখন স্বাভাবিক

ও নিয়ন্ত্রণে। সোনোয়াল জনতার সঙ্গে সেনার যোগাযোগ বৃদ্ধি ও প্রত্যন্ত এলাকাগুলিতে সেনাবাহিনীর ‘সদ্ভাবনা’ প্রকল্পকে ছড়ানোর পরামর্শ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CM Laser rays border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE