Advertisement
E-Paper

শেষ সফর সুখের হল না, আইএনএস বিরাট প্রাণ নিল নৌসেনাকর্মীর

ভারতীয় নৌসেনার এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাটে আগুন লেগে মৃত্যু হল নৌসেনার এক কর্মীর। চিকিৎসাধীন আরও তিন জন। গোয়া উপকূলে টহল দিচ্ছিল আইএনএস বিরাট। দুর্ঘটনার পর সেটিকে মুম্বই নৌ-ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ১৪:০৬

ভারতীয় নৌসেনার এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাটে আগুন লেগে মৃত্যু হল নৌসেনার এক কর্মীর। চিকিৎসাধীন আরও তিন জন। গোয়া উপকূলে টহল দিচ্ছিল আইএনএস বিরাট। দুর্ঘটনার পর সেটিকে মুম্বই নৌ-ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে।

নৌসেনা জানিয়েছে, রবিবার বিকেলে গোয়া উপকূলে টহল দেওয়ার সময় আইএনএস বিরাটের একটি বয়লার রুমে আগুন লাগে। স্টিম লিক করার জেরেই এই অগ্নিকাণ্ড। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ওই বয়লার রুমে তখন যে চার জন ছিলেন। তাঁরা প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। চিফ ইঞ্জিনিয়ারিং মেকানিক আশু সিংহের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক হওয়ায় তাঁকে গোয়ার নৌসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাকি তিন নাবিক চিকিৎসাধীন। তবে তাঁরা বিপন্মুক্ত বলে নৌসেনা সূত্রে জানানো হয়েছে। স্টিম লিকেজ থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে জানা গেলেও, বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

পরাক্রমী যুদ্ধজাহাজ গলিয়ে তৈরি বাইক! ইতিহাসে সওয়ার হওয়ার ডাক বাজাজের

আইএনএস বিরাট ভারতের সবচেয়ে পুরনো এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারগুলির মধ্যে অন্যতম। ৬০ বছর ধরে ভারতীয় নৌসেনার হয়ে কাজ করছে এই বিশাল রণতরী। চলতি বছরের শেষ দিকেই আইএনএস বিরাটকে ভারতীয় নৌসেনার থেকে ডিকমিশন করা হবে অর্থাৎ অবসরে পাঠিয়ে দেওয়া হবে। ডিকমিশনিং-এর আগে এই শেষ বার টহলদারিতে পাঠানো হয়েছিল বিরাটকে। এই টহল সেরে ফেরার পরই আইএনএস বিরাটকে চিরতরে অবসরে পাঠানো হবে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল প্রতিরক্ষা মন্ত্রক। রবিবার শেষ বারের মতো আইএনএস বিরাটের ডেক থেকে উড়ে গিয়েছিল যুদ্ধবিমান সি হ্যারিয়ার। তার পরই আগুন লেগে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল আইএনএস বিরাট। অসবরের আগে শেষ সফর সুখের হল না।

Indian Navy INS Virat Last Journey Accident Fire Claims life
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy