Advertisement
১৮ মে ২০২৪
CPM

কেরলে পুর-পঞ্চায়েত নির্বাচ‌নে বাম জোটের বড় জয়, শক্তি বাড়াল বিজেপি

বুধবার থেকেই আভাস পাওয়া গিয়েছিল, এ বারেও কেরলের স্থানীয় নির্বাচনে লাল ঝড় দেখতে চলেছে দেশ। মোটামুটি সেই দিকেই ইঙ্গিত করছে ফলাফল।

ফাইল ছবি

ফাইল ছবি

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০৯:০৭
Share: Save:

২০২১ সালে কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে স্থানীয় নির্বাচনে বড় সাফল্য পেল বাম নেতৃত্বাধীন এলডিএফ। পঞ্চায়েতের বেশির ভাগ আসনে জয় পেয়েছে এই বাম জোট। এখনও পর্যন্ত যা ফলাফল তাতে মোট ৯৪১ গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫১৬টি আসনে জিতে গিয়েছে বা এগিয়ে রেয়েছে এলডিএফ। এ ছা্ড়াও বাম জোট জয় পেয়েছে ১৪টির মধ্যে ১০টি জেলা পরিষদে এবং ১৫২টির মধ্যে ১০৮টি ব্লক পর্যায়ের পঞ্চায়েতে। কেরলের ছ’টি কর্পোরেশনের মধ্যে তিনটিতেই জিতে গিয়েছে বা এগিয়ে রয়েছে বাম জোট।

বুধবার থেকেই আভাস পাওয়া গিয়েছিল, এ বারেও কেরলের স্থানীয় নির্বাচনে লাল ঝড় দেখতে চলেছে দেশ। মোটামুটি সেই দিকেই ইঙ্গিত করছে ফলাফল। এখনও চূড়ান্ত ফলাফল সর্বত্র ঘোষিত না হলেও বামেদের জয় এককথায নিশ্চিত।

অপর দিকে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পড়ে পাওয়া চোদ্দ আনার মতো কেবল পেয়েছে পুরসভাগুলি। মোট ৮৬টি পুরসভার মধ্যে এলডিএফ এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে ৩৫টি আসনে, ইউডিএফ এগিয়ে বা জিতে গিয়েছে রয়েছে ৪৫টি ক্ষেত্রে।

২০২১ সালে কেরলের বিধানসভা নির্বাচনের আগে এ যেন ছিল সেমিফাইনাল। ২১ হাজারর বেশি ওয়ার্ডে, এক ডজনেরও বেশি স্থানীয় বোর্ড, ছ’টি কর্পোরেশন, ৯৪১টি গ্রাম পঞ্চায়েত, ১৪টি জেলা পঞ্চায়েত ও ৮৬টি পুরসভায় চলতি মাসের ৮, ১০ ও ১৪ তারিখে নির্বাচন হযেছিল।

পুর নির্বাচনে ভাল ফলাফলের পর রাজ্যবাসীকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ কেরল। এলডিএফ-এর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের ভরসায় অভিভূত। নির্বাচিত প্রতিনিধিদের আমি স্বাগত জানাই।’

নির্বাচনে বাম জোটের পাশাপাশি নতুন করে শক্তি বাড়িয়ে উঠে এসেছে বিজেপি। শক্তিবৃদ্ধি করে বিজেপি জয় পেযেছে ২২টি গ্রাম পঞ্চায়েতে। ভোটের আগে একটি পুরসভা বিজেপির দখলে ছিল। কিন্তু এবার এলডিএফ-এর হাত থেকে পণ্ডলম পুরসভা ছিনিয়ে নিয়েছে বিজেপি। কিন্তু তিরুঅনন্তপুরম কর্পোরেশন এখনও অধরাই রয়েছে বিজেপি। গতবারের মতো এবারেও এখানে দ্বিতীয় স্থানে নির্বাচন শেষ করেছে বিজেপি।

আরও পড়ুন: সিংঘুতে সন্তের আত্মহত্যা, ‘জাতীয় বিষয়’ নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে​

আরও পড়ুন:স্পিকার ডাকলে আবার এসে তাঁর হাতেই ইস্তফা দিয়ে যাবেন ‘মুক্ত’ শুভেন্দু​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Kerala LDF BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE