Advertisement
১০ ডিসেম্বর ২০২৪

মন্দিরের কী মহিমা, একটা পাতিলেবুর দাম ২৭ হাজার টাকা!

একটি পাতিলেবুর দাম ২৭,০০০ টাকা! মাত্র কয়েক টাকা দিলেই যেখানে লেবু পাওয়া যায় সেখানে ন’টি লেবু বিক্রি হল মোট ৬৮ হাজার টাকায়৷ এমন অবাককরা ঘটনা ঘটেছে তামিলনাড়ুর এক মন্দিরে৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ২০:১৪
Share: Save:

একটি পাতিলেবুর দাম ২৭,০০০ টাকা! মাত্র কয়েক টাকা দিলেই যেখানে লেবু পাওয়া যায় সেখানে ন’টি লেবু বিক্রি হল মোট ৬৮ হাজার টাকায়৷ এমন অবাককরা ঘটনা ঘটেছে তামিলনাড়ুর এক মন্দিরে৷

গত ১১ দিন ধরে তামিলনাড়ুতে চলেছে পাঙ্গুনি উথিরাম উৎসব৷ নিয়ম মেনে বছরের পর বছর ভিল্লুপুরম জেলার বালাথানদায়ুথাপানি মন্দিরে ন’দিন ধরে ৯টি লেবু মুরুগান দেবতার বিগ্রহের সামনে উৎসর্গ করা হয়। ভগবানের কাছে উৎসর্গ করা এই লেবুকে অত্যন্ত শুভ মনে করেন ভক্তরা৷ তাঁদের বিশ্বাস, এই লেবু যদি কেউ বাড়িতে রাখেন তা হলে তাঁর জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। তাই পুজোতে উৎসর্গ করা ওই লেবু সকলেই নিজের বাড়িতে রাখতে চান৷

আরও পড়ুন: মাথায় ক্যারম স্ট্রাইকার সেঁটে উচ্চতা বাড়ানোর চেষ্টা পুলিশের পরীক্ষায়!

সন্তানহীন দম্পতির বাড়িতে এই লেবু নিয়ে গেলে তাঁদের কোলে আসে সন্তান বলে বিশ্বাস তাঁদের৷ কয়েক দশক ধরে চলে আসা এমন ধারণা ওই এলাকার মানুষজনের মনের মধ্যে গেঁথে গিয়েছে৷ সেই কারণে লেবু কেনার জন্য এই মন্দিরের সামনে ভিড় জমান বহু মানুষ। ৪০ বছর আগে মন্দির কর্তৃপক্ষই বিনামূল্যে ভক্তদের মধ্যে লেবু দান করতেন। কিন্তু লেবু নেওয়ার হিড়িক দেখে তা নিলাম করার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রথম দিনে যে লেবুটি নিলামে তোলা হয়, সেটিই সবচেয়ে সৌভাগ্যসূচক বলে মনে করা হয়। শনিবার সেই লেবুটিই বিক্রি হয়েছে ২৭ হাজার টাকার বিনিময়ে। কিনেছেন তামিলনাড়ুর ওট্টানান্থাল নিবাসী দম্পতি জয়ন্তী এবং মহালিঙ্গম। দ্বিতীয় ও তৃতীয় দিনের লেবু নিলাম হয়েছে ৬০০০ টাকায়। চতুর্থ দিনের ৫,৮০০ টাকায় লেবু নিলাম হয়েছে৷ গত কয়েক দিনে ৯টি লেবু নিলাম হয়েছে মোট ৬৮ হাজার টাকায়৷ মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, গত বছর পাঙ্গুনি উথিরাম উৎসবের প্রথম দিনের লেবুটি বিক্রি হয়েছিল ৩৯ হাজার টাকায়।

অন্য বিষয়গুলি:

Temple Auction Tamil Nadu Viluppuram Balathandayuthapani temple Muruga Lemon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy