রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হল। পুলিশ জানায়, গত কাল ধেমাজি জেলার গোগামুখে চাষ করার সময় বাজ পড়ে তনুরাম গয়ারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। একই এলাকার রেলওয়ে কলোনিতে ক্রিকেট খেলার সময় বাজ পড়ে মারা যায় ১৫ বছর বয়সী শানু মালাকার। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি গড়পরা গ্রামের ফুলমতি দোলে, সোনাপুরের বিনু রাজবংশী ও রেলওয়ে কলোনির সুনু সাহু। ধেমাজি জেলার ঘিলামারার মধুপুর চা বাগানের শ্রমিক জয়মতি কর্মকার ও তাঁর ছেলে লুলু কর্মকার মারা যান। জয়মতীদেবীর স্বামী রাজেনবাবু জখম হয়ে হাসপাতালে ভর্তি। নগাঁও জেলার কামপুরেও বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।