Advertisement
E-Paper

সারা দেশে ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, মোদী বারাণসীতেই, গাঁধীনগরে অমিত

লখনউ আসনে রাজনাথ সিংহ, গুজরাতের গাঁধীনগরে অমিত শাহ এবং মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নিতিন গডকরি। 

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ২০:৪৫
বিজেপি নির্বাচন কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ফাইল চিত্র।

বিজেপি নির্বাচন কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ফাইল চিত্র।

আগামী লোকসভা ভোটে সারা দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি। এ মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির দলীয় সদর দফতরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিজেপি নেতা জেপি নাড্ডা।

এ দিন যে সব রাজ্যের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে আছে উত্তরপ্রদেশের ২৯টি আসন, মহারাষ্ট্রের ১৬টি আসন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি আসন, অসমের আটটি আসন, অরুণাচল প্রদেশের দু’টি আসন, ছত্তীসগঢ়ের পাঁচটি আসন, দাদরা ও নগর হাভেলির একটি আসন, জম্মু ও কাশ্মীরের পাঁচটি আসন, কর্নাটকের ২১টি আসন, কেরলের ১৩টি আসন, লক্ষদ্বীপের একটি, মনিপুরের দু’টি, মিজোরামের একটি, ওড়িশার দশটি আসন, রাজস্থানের ১৬টি আসন, সিকিমের একটি, তামিলনাড়ুর পাঁচটি, তেলঙ্গানার ১০টি আসন, ত্রিপুরার দু’টি, উত্তরাখণ্ডের পাঁচটি, অন্ধ্রপ্রদেশের দু’টি এবং পশ্চিমবঙ্গের ২৮টি আসন।

বিজেপি হেভিওয়েটদের মধ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই লড়বেন নরেন্দ্র মোদী। লখনউ আসনে রাজনাথ সিংহ, গুজরাতের গাঁধীনগরে অমিত শাহ এবং মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নিতিন গডকড়ী।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ ছাড়া উত্তরপ্রদেশের মথুরায় বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন হেমা মালিনী, অমেঠীতে বিজেপির হয়ে লড়বেন স্মৃতি ইরানি। উন্নাওতে বিজেপি প্রার্থী স্বামী সাক্ষী মহারাজ এবং গাজিয়াবাদে বিজেপি প্রার্থী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ।

মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রালে বিজেপি প্রার্থী পুনম মহাজন এবং অরুণাচল পশ্চিমে বিজেপি প্রার্থী হলেন কিরেন রিজিজু।

লোকসভা নির্বাচন ২০১৯ Lok Sabha Election 2019 BJP Narendra Modi Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy