Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিজেপির ইস্তাহার: লক্ষ্য ২০৪৭, আশ্বাস ৭৫

দলীয় ইস্তাহার প্রকাশ। সোমবার। এএফপি

দলীয় ইস্তাহার প্রকাশ। সোমবার। এএফপি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৩:০৬
Share: Save:

কৃষি

• ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ

• প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনা আওতায় সব কৃষক

• ৬০ বছরের পর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পেনশন

• কৃষি ক্ষেত্রে ২৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ

• ১ থেকে ৫ বছর মেয়াদে ১ লক্ষ টাকা কৃষিঋণে সুদ মাফ

কংগ্রেস: কৃষিঋণ শুধতে

না পারা ফৌজদারি অপরাধ হবে না

• মৎস্য চাষে নীল বিপ্লব আনতে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ, মৎস্যজীবীদের সামাজিক সুরক্ষার আওতায় আনা

যুব সমাজ ও শিক্ষা

•মাধ্যমিক স্তর পর্যন্ত সব স্কুলে ডিজিটাল বোর্ড প্রকল্প

• উচ্চ শিক্ষায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ

• কংগ্রেস: শিক্ষায় জিডিপি-র ৬ শতাংশ ব্যয়

• আইন, ম্যানেজমেন্ট, কারিগরি শিক্ষায় ৫০ শতাংশ আসন বাড়ানো

• কলা, সংস্কৃতি ও সঙ্গীত বিশ্ববিদ্যালয় নির্মাণ। পর্যটন ও পুলিশ সংক্রান্ত বিষয় পড়ার জন্য বিশ্ববিদ্যালয়

• আগামী পাঁচ বছরে ৫০টি উৎকর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান

• ব্যবসায় উৎসাহ দিতে মুদ্রা ঋণের উপভোক্তা ১৭ কোটি থেকে ৩০ কোটি

• পঞ্চায়েত ও পুরসভায় যুবকদের ইন্টার্নশিপ

• কংগ্রেস: পঞ্চায়েত ও পুরসভায় ১০ লক্ষ সেবা মিত্র

অর্থনীতি

• রফতানি দ্বিগুণ করা

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এক জানলা ব্যবস্থা

• কর সংগ্রহ বাড়িয়ে আয়কর কমানো

• জিএসটি-কে সরল করা

• কংগ্রেস: নতুন চেহারায় জিএসটি-তে অভিন্ন করের হার। আবাসন, পেট্রোপণ্য, তামাক ও মদ জিএসটির আওতায় আনা

পরিকাঠামো

• প্রত্যেক পরিবারের জন্য পাকা বাড়ি

• প্রতিটি গরিব পরিবারের জন্য এলপিজি সিলিন্ডার

• দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ, শৌচাগার, স্বচ্ছ পানীয় জল

• প্রত্যেক নাগরিকের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

• মেক ইন ইন্ডিয়ায় গুরুত্ব

• কংগ্রেস: মেক ইন ইন্ডিয়ার পরিবর্তে মেক ফর দ্য ওয়ার্ল্ড

স্বাস্থ্য

• আয়ুষ্মান ভারত যোজনায় দেড় লক্ষ স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ। দেশে ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চিকিৎসক ও রোগীর অনুপাত ১:১৪০০ করা

• সমস্ত শিশুকে টিকাকরণের আওতায় নিয়ে আসা

• কংগ্রেস: সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা আইন চালু হবে। সরকারি হাসপাতাল থেকেই উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা

মহিলা

• সংসদীয় ব্যবস্থায় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ

• কংগ্রেস: সংসদীয় ব্যবস্থায় ৩৩% মহিলা সংরক্ষণ

• কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাড়ানো

• কংগ্রেস: কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৩৩% মহিলা সংরক্ষণ

• তিন তালাক আইন এনে মুসলিম মহিলাদের ন্যায় দেওয়া

প্রশাসন

• পাঁচ কিলোমিটার অন্তর ব্যাঙ্ক

• আদালতের আধুনিকীকরণ ও ডিজিটাইজেশন

• ফসলের নাড়া পোড়ানো রুখে বায়ু দূষণ আটকানো

• গোটা দেশে এক সময়ে লোকসভা-বিধানসভা ভোট

• কংগ্রেস: তুলে দেওয়া হবে নির্বাচনী বন্ড। জাতীয় নির্বাচনী তহবিল থেকে রাজনৈতিক দলগুলিকে অর্থ বণ্টনের প্রতিশ্রুতি

সকলের জন্য উন্নয়ন

• আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য চাকরি ও শিক্ষায় ১০% সংরক্ষণ

• দারিদ্রসীমার নিচে থাকা পরিবারের হার ১০%-র নীচে নিয়ে আসা

• কংগ্রেস: ২০৩০-এর মধ্যে দারিদ্র দূরীকরণ

সাংস্কৃতিক ঐতিহ্য

• সব পক্ষের সহমতিতে রাম মন্দিরের নির্মাণ।

• গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর স্বচ্ছ গঙ্গা

• শবরীমালা-বিশ্বাস

ও ধর্মীয় আস্থাকে সাংবিধানিক সুরক্ষা

সুরক্ষা

• সন্ত্রাসে মদত দেওয়া দেশ ও সংস্থাকে একঘরে করা

• সন্ত্রাস দমনে জিরো টলারেন্স

• সেনা ও আধাসেনার অস্ত্র, সরঞ্জাম কিনতে দ্রুত মঞ্জুরি

• স্থল ও জলসীমান্তে অনুপ্রবেশ বন্ধ করা

• জাতীয় নাগরিক পঞ্জি চালু

• কংগ্রেস: নাগরিকত্ব সংশোধন আইন প্রত্যাহার

জম্মু-কাশ্মীর

• ৩৭০ ধারা বিলোপ ও ৩৫-এ ধারা নিয়ে আলোচনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 BJP Election Manifesto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE