Advertisement
২০ এপ্রিল ২০২৪

রাহুলকে ঠেকাতে কি মেরুকরণই তাস বিজেপির!

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ একে গেরুয়া শিবিরের মেরুকরণ তাস হিসেবেই দেখছেন।

প্রকাশ কারাট স্পষ্ট জানিয়েছিলেন, কেরলের ওয়েনাড কেন্দ্রে রাহুল গাঁধীকে হারাতে বামেরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। ছবি: পিটিআই।

প্রকাশ কারাট স্পষ্ট জানিয়েছিলেন, কেরলের ওয়েনাড কেন্দ্রে রাহুল গাঁধীকে হারাতে বামেরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০১:৫৯
Share: Save:

বামেরা হুঁশিয়ারি দিয়েছিল গত কালই। সিপিএম নেতা প্রকাশ কারাট স্পষ্ট জানিয়েছিলেন, কেরলের ওয়ানাড কেন্দ্রে রাহুল গাঁধীকে হারাতে বামেরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। আজ কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়ে সেখানে ভারত ধর্ম জনসেনার (বিডিজেএস) প্রধান তুষার ভেলাপ্পলিকে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। টুইটারে বিজেপি সভাপতি অমিত শাহ লিখলেন, ‘‘কেরলে উন্নয়ন ও সামাজিক ন্যায় আনতে আমরা বদ্ধপরিকর। তাই ওয়ানাডে তুষারের মতো এক জন তরুণ এবং প্রগতিশীল নেতারই প্রয়োজন।’’ রাজনৈতিক শিবিরের একাংশ একে গেরুয়া শিবিরের মেরুকরণ তাস হিসেবেই দেখছে।

তাদের দাবি, শবরীমালা-কাণ্ডকে হাতিয়ার করে বিজেপি যে ভাবেকেরলে ডালপালা ছড়াতে চাইছে, এই প্রার্থী চয়ন তারই অংশ। দেশের অন্যত্র যা-ই হয়ে থাক, কেরলের রাজনীতিতে বরাবরই ‘শত্রু’ বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। তার উপর রাহুল আবার তাঁর ‘গাঁধী পরিবারের গড়’ অমেঠীর পাশাপাশি ওয়ানাড থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় বেজায় খেপেছে বামেরা।তার পাশাপাশি গেরুয়া শিবির চেষ্টা করছে হিন্দু মেরুকরণের তাস কেরলে ব্যবহার করতে।

২০১৫-য় ভারত ধর্ম জনসেনা দলটির প্রতিষ্ঠা করেন তুষারের বাবা ভেলাপ্পলি নাতেসন। বিজেপির সঙ্গে এনডিএজোটের শর্ত হিসেবে কেরলের ২০টি লোকসভা আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী দেবে জনসেনা দল। একটি সামাজিক সংগঠনের একাধিক পদেও তুষার আছেন। নাতেসন জানিয়েছেন, তুষারকে আগে ওই পদগুলি থেকে ইস্তফা দিতে হবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE