Advertisement
০৪ মে ২০২৪

পরিচালকদের প্রচারে চুপ কেন বলিউড, প্রশ্ন

বুলন্দশহরে গোরক্ষকদের হাতে পুলিশ অফিসার খুনের পরে অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, ‘‘এ দেশে তো এখন এক পুলিশ অফিসারের জীবনের তুলনায় একটি গরুর জীবন বেশি মূল্যবান।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০২:৩৬
Share: Save:

লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে প্রচার শুরু করেছেন শতাধিক পরিচালক। কিন্তু তাতে বলিউডের কোনও মুখ না থাকায় উঠছে প্রশ্ন। অথচ, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে এই একই আর্জি নিয়ে প্রচারে নেমেছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্তত ৬০ জন। ইমতিয়াজ় আলি, বিশাল ভরদ্বাজ, নন্দিতা দাস, জ়োয়া আখতার, কবীর খান, মহেশ ভট্ট, শুভা মুদ্গল, অদিতি রাও হায়দরির মতো বলিউডের প্রথম সারির শিল্পীরা এগিয়ে এসেছিলেন সেই সময়ে।

‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে এই আন্দোলনের উদ্যোক্তা মলয়ালি পরিচালক শশিধরণ বলেছেন, ‘‘মুখ খোলার সময় এসেছে। শুধু মাত্র শিল্পীরাই নন, গোটা সমাজ এখন বিপদের মুখে।’’ প্রসঙ্গত, ছবির নাম নিয়ে আপত্তিতে সেন্সর বোর্ডের কাঁচির কোপে পড়েছে শশিধরণের ছবি ‘সেক্সি দূর্গা’। চলচ্চিত্র উৎসব থেকে বাদও পড়ে ছবিটি। বলিউডে ‘পদ্মাবত’ মুক্তির সময়েও এই নাম নিয়ে আপত্তিতেই তাণ্ডব চালিয়েছিল করণী সেনা। সেই প্রসঙ্গ টেনে পরিচালক বিশাল ভরদ্বাজ বলেছেন, ‘‘সঞ্জয় লীলা ভংসালীর পদ্মাবত মুক্তির সময়ে কী হয়েছিল তা তো সবাই জানেন। আর শুধু তো ছবি নয়, শিল্পের প্রতিটি মাধ্যমই এখন পদে পদে আক্রমণের মুখে। আগে ছিল আদর্শের লড়াই। কিন্তু এখন হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। সরকার বিরোধী সুর আর ‘রাষ্ট্রবিরোধিতা’ সমার্থক হয়ে গিয়েছে। হয় আপনারা সরকারের সঙ্গে। না হয় বিরোধী।’’

বুলন্দশহরে গোরক্ষকদের হাতে পুলিশ অফিসার খুনের পরে অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, ‘‘এ দেশে তো এখন এক পুলিশ অফিসারের জীবনের তুলনায় একটি গরুর জীবন বেশি মূল্যবান।’’ তারও আগে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বিতর্কের জড়ান শাহরুখ খান, আমির খানের মতো তারকারা। সেই বলিউডই এ বার চুপ কেন? শশিধরণ বলেছেন, ‘‘ওঁরা হয়ত প্রকাশ্যে মুখ খুলতে চান না। এই প্রচারের সঙ্গে নিজেদের জুড়তে চান না। ওঁরাও কেউ এগিয়ে আসেননি। আমরাও ওঁদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের কথায়, ‘‘বলিউডের বড় বড় পরিচালক, প্রযোজক, অভিনেতাদের কয়েক’শো কোটি টাকার ছবি মুক্তির পথে। তাই কেউ কোনও ঝুঁকি নিতে চান না। পদ্মাবত মুক্তির সময়ে করণী সেনার ঝামেলা বা উরি হামলার পরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান থাকায় যে ঝামেলা হয়েছিল তা কেউ ভোলেননি।’’ শশিধরণ আশাবাদী, যাঁরা তাঁদের বিবৃতিতে সই করতে পারেননি, তাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রচারে অংশ নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE