Advertisement
২৬ এপ্রিল ২০২৪
general-election-2019/national

অখিলেশদের ভোট কাটবে না কংগ্রেস

বিরোধী শিবিরের অনেক নেতাই গত কয়েক দিন অভিযোগ করছিলেন, উত্তরপ্রদেশে এসপি-বিএসপি ভোটে ভাগ বসাতেই সে রাজ্যে আক্রমণাত্মক হয়েছেন রাহুল গাঁধী।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০১৯ ০১:৩১
Share: Save:

উত্তরপ্রদেশের যে কেন্দ্রে কংগ্রেসের ওজনদার প্রার্থী নেই, সেখানে এসপি-বিএসপি নয়, বিজেপিরই ভোট কাটবে কংগ্রেস। আজ অমেঠীতে এ কথা জানালেন খোদ প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।

বিরোধী শিবিরের অনেক নেতাই গত কয়েক দিন অভিযোগ করছিলেন, উত্তরপ্রদেশে এসপি-বিএসপি ভোটে ভাগ বসাতেই সে রাজ্যে আক্রমণাত্মক হয়েছেন রাহুল গাঁধী। খোদ মায়াবতী ও অখিলেশ যাদব যেমন প্রকাশ্য সভায় এমন অভিযোগ করেছেন, সম্প্রতি একই কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। কিন্তু প্রিয়ঙ্কা আজ বলেন, ‘‘রাজনীতি শুধু জেতার জন্য হয় না। আমাদের কৌশল খুবই স্পষ্ট। ২০১৯ সালে উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে হারানো। যেখানে আমাদের প্রার্থী লড়ছেন, সেখানে কংগ্রেস জিতবে। আর যেখানে কংগ্রেসের প্রার্থী তত ওজনদার নন, সেখানে বিজেপির ভোট কাটবে। বিরোধী জোটের নয়।’’

যা শুনে অমেঠীতে দাঁড়িয়েই সেখানকার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি বলেন, ‘‘কংগ্রেসের নেতা আজ স্বীকার করে নিয়েছেন, তাঁরা জেতার জন্য নয়, ভোট কাটার জন্য লড়ছেন। কংগ্রেসের নেতা জানিয়েছেন, তাঁরা তো হারছেনই, বিজেপির কিছু ভোট কাটবেন। তা-ও আসলে সম্ভব নয়।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

যদিও উত্তরপ্রদেশ থেকেই আজ রাহুল বলেন, ‘‘মায়াবতীজি ও অখিলেশ যাদবের চাবিকাঠি নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। মনে রাখবেন, নরেন্দ্র মোদী এসপি-বিএসপির উপর চাপ দিতে পারেন, কিন্তু আমার উপরে পারবেন না।’’ অখিলেশের জবাব, “কংগ্রেস জমানাতেই আমার আর নেতাজির বিরুদ্ধে মামলা হয়েছে। কংগ্রেস-বিজেপির কোনও ফারাক নেই। রাহুল গাঁধী যেন আমাকে রাজনীতি না শেখান।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE