Advertisement
২৫ মে ২০২৪

দিল্লিতে একলা চলার বার্তা রাহুলের মুখেও

দিল্লির সাতটি আসনেই কংগ্রেসকে জেতার মন্ত্র দিয়ে অরবিন্দ কেজরীবালের জন্য দরজা বন্ধ করলেন রাহুল গাঁধী।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছবি- পিটিআই

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছবি- পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৩:২৩
Share: Save:

দিল্লির সাতটি আসনেই কংগ্রেসকে জেতার মন্ত্র দিয়ে অরবিন্দ কেজরীবালের জন্য দরজা বন্ধ করলেন রাহুল গাঁধী।

শীলা দীক্ষিতের আয়োজনে আজ দিল্লির বুথ কর্মীদের সঙ্গে সম্মেলন করেন রাহুল। যার নাম দেওয়া হয়েছিল, ‘মেরা বুথ, মেরা গৌরব।’ সেখানে রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে প্রথম ঘোষণাটি করেন শীলাই। বলেন, ‘‘রাহুল গাঁধীর সামনেই বলছি, দিল্লির সাতটি আসন জিততে হবে কংগ্রেসকে।’’ তার পর বক্তৃতার শেষ লগ্নে এসে রাহুল নিজেও একই সুরে বললেন, ‘‘সাতটি আসনেই কংগ্রেসকে জিততে হবে। আপনারা বুথে বুথে গিয়ে নরেন্দ্র মোদীর ব্যর্থতা, আম আদমির কথা, বেকারত্বের বিষয়গুলি তুলে ধরুন।’’

এর আগেই রাহুলের কাছে গিয়ে শীলারা জানিয়ে এসেছিলেন, দিল্লিতে আপ-এর সঙ্গে সমঝোতার পক্ষে নন কংগ্রেস নেতা-কর্মীরা। রাহুল সে কথা মেনে নেন। জানিয়ে দেন, দিল্লি কংগ্রেস জোটের বিপক্ষে। তখন বিরোধী জোটের অনেক নেতাই কংগ্রেসকে বার্তা পাঠান যে, এতে মোদী-বিরোধী জোটের ভাবমূর্তিতে আঁচ পড়বে। ত্রিমুখী লড়াই হলে বিজেপির সুবিধা হবে। কংগ্রেসের কিছু প্রবীণ নেতাও সনিয়া গাঁধীর কাছে যান। তাঁদেরও দাবি ছিল, একবার শীলার সঙ্গে আলোচনা করে যদি তাঁকে রাজি করানো যায়।

এর পর সনিয়া শীলাকে ডেকে পাঠান। গত কাল শীলার মন্তব্যেও ধোঁয়াশা তৈরি হয়। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত জোট হয়নি।’’ কিন্তু দিল্লির কংগ্রেস কর্মীরাই কেজরীবালের সঙ্গে জোটে যাওয়ার বিরোধী। রাহুলও সে কথা বোঝান সনিয়াকে। সে কারণে দিল্লিতে বুথ কর্মীদের নিয়ে ইন্দিরা গাঁধী স্টেডিয়ামের সম্মেলনে তিনি নিজেও বার্তা দিলেন, রাজধানীতে জোট ছাড়াই লড়তে হবে দলকে।

ভারতে সাধারণ নির্বাচনের ইতিহাস জানেন?

আরও পড়ুন: চেনা মুখই কি ভরসা তৃণমূলের, মমতার বাড়িতে আজ দলের নির্বাচনী কমিটির বৈঠক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Lok Sabha Election 2019 Rahul Gandhi AAP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE