Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

খারাপ খাবার নিয়ে অভিযোগ করে বরখাস্ত, সেই জওয়ান এ বার বারাণসীতে মোদীকে টক্কর দেবেন

জওয়ানদের খারাপ খাবার দেওয়ার অভিযোগ তুলে বরখাস্ত হতে হয়েছিল এই জওয়ানকে।

উর্দি পরা এই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তেজবাহাদুর যাদব। —ফাইল চিত্র।

উর্দি পরা এই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তেজবাহাদুর যাদব। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ২০:২৬
Share: Save:

জওয়ানদের নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন। তার জেরে বরখাস্ত হতে হয়েছিল তাঁকে। সেই বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবই এ বার টক্কর দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তা-ও আবার প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে। নিজেমুখেই সে কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

শুক্রবার হরিয়ানার রেওয়ারিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তেজবাহাদুর যাদব। সেখানে তিনি জানান, “বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি আমি।” তাঁর কথায়, একাধিক রাজনৈতিক দল প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেষমেশ নির্দল প্রার্থী হিসাবেই মোদীর বিরুদ্ধে দাঁড়াবেন বলে স্থির করেন তিনি।

তেজবাহাদুর আরও বলেন, “সেনাবাহিনীকে হতাশ করেছেন প্রধানমন্ত্রী। জওয়ানদের নামে শুধু ভোট কুড়িয়ে বেড়ান তিনি। অথচ জওয়ানদের জন্য কিছু করেন না। দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় আমাকে বরখাস্ত করা হয়। সেনাবাহিনীকে দুর্নীতিমুক্ত করাই এখন আমার প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন: গাঁধীনগরে মনোনয়নপত্র জমা দিলেন অমিত শাহ, এনডিএ-র গ্র্যান্ড শো, নেই শুধু আডবাণী​

আরও পড়ুন: রবিবার আসছেন দুবে, প্রশাসনিক কর্তাদের বার্তা দিতে সোমবার বৈঠকের সম্ভাবনা​

২০১৭-র জানুয়ারি মাসে কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিয়ো পোস্ট করেন তেজবাহাদুর যাদব। তাতে সীমান্তের পাহারারত জওয়ানদের খারাপ খাবার দেওয়ার অভিযোগ তোলেন তিনি। উচ্চ পদস্থ জওয়ানদের জন্য বরাদ্দ সরকারি রেশন বিক্রি করে দেন বলেও দাবি করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন।

সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, সঙ্গে মোবাইল ফোন রাখা এবং উর্দি পরিহিত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্য সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় তেজবাহাদুরকে। অবশ্য এমনটা হতে পারে বলে আগেই সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE