Advertisement
০৬ মে ২০২৪
general-election-2019-national

জোড়া গম্ভীর! আপ-নালিশে পাল্টা মামলা

বিতর্কের সূত্রপাত গত কাল। পূর্ব দিল্লির আপ প্রার্থী অতিশী মারলেনার বিরুদ্ধে কুরুচিকর কথা লেখা লিফলেট খবরের কাগজের মধ্যে বিলির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০৩:১১
Share: Save:

সকালে দিয়েছিলেন আইনি নোটিস। সন্ধ্যায় অরবিন্দ কেজরীবালের উদ্দেশে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌতম গম্ভীর রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘‘আমার বিরুদ্ধে কু-কথা ভরা লিফলেট ছড়ানোর অভিযোগ প্রমাণ হলে প্রকাশ্যে গলায় দড়ি দেব। অন্যথায় কেজরীবাল রাজনীতি ছেড়ে দেবেন। রাজি তো?’’

বিতর্কের সূত্রপাত গত কাল। পূর্ব দিল্লির আপ প্রার্থী অতিশী মারলেনার বিরুদ্ধে কুরুচিকর কথা লেখা লিফলেট খবরের কাগজের মধ্যে বিলির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আপের অভিযোগ, গৌতম গম্ভীরের নির্দেশে ওই লিফলেট বিলি করা হয়েছে। ‘সাজানো নাটক’ বলে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেছিলেন গম্ভীর। হুমকি দিয়েছিলেন মামলার।

এরই মধ্যে আজ সকালে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায় প্রচার চলাকালীন গৌতম গম্ভীর গাড়ির সামনের আসনে বসে রয়েছেন। আর তাঁরই মতো দেখতে মাথায় টুপি পরা এক জন গাড়ির পিছনে দাঁড়িয়ে হাত নাড়ছেন। বিজেপি মুখ না খোলায়, রহস্যভেদে এগিয়ে আসেন আপ নেতা মণীশ সিসৌদিয়া। তাঁর দাবি— গাড়িতে দাঁড়িয়ে যিনি, তিনি এক জন কংগ্রেস নেতা। তাঁর টুইট, ‘‘সিনেমায় স্টান্টম্যান হয় শুনেছি। ক্রিকেটে আহত ব্যাটসম্যানের হয়ে রানারকে দৌড়তে দেখেছি। কিন্তু ভোট প্রচারে ‘ডুপ্লিকেট’ ব্যবহার বোধ হয় প্রথম বার হল।’’ সিসৌদিয়া বলেন, ‘‘দিল্লিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে আঁতাত ফের স্পষ্ট হল। গম্ভীরের গরমে সমস্যা। তাই বিজেপি প্রার্থী ঠান্ডা গাড়িতে বসে রয়েছেন। আর তাঁর হয়ে এক কংগ্রেস নেতা মাথায় টুপি পরে প্রচার চালাচ্ছেন। বিজেপি কর্মীরাও সেই নকল প্রার্থীকেই ফুলের মালা পরাচ্ছেন!’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গম্ভীরের উপরে রাজনৈতিক চাপ বাড়াতে দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হন অতিশী। দিল্লি পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। অতিশী মহিলা কমিশনে যেতেই আপ নেতৃত্বকে আইনি নোটিস ধরান গৌতম। আজ সকালে বিজেপি নেতা অরুণ জেটলির মেয়ে আইনজীবী সোনালি জেটলির মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং অতিশীর নামে মানহানির নোটিস পাঠান গম্ভীর। পরে সন্ধ্যায় গম্ভীরের টুইট, ‘‘ওই লিফলেটের সঙ্গে আমার জড়িত থাকার প্রমাণ থাকলে আমি প্রকাশ্যে গলায় দড়ি দেব। অন্যথায় কেজরীবাল রাজনীতি ছেড়ে দেবেন। রাজি তো?’’ পাল্টা মানহানির মামলা করার হুমকি দিয়েছেন আপ নেতা মনীশ সিসৌদিয়া। তিনি বলেন, ‘‘গম্ভীর কী করে মানহানির মামলা করে? মানহানি তো হয়েছে আমাদের। আমরাই গম্ভীরের বিরুদ্ধে মানহানির মামলা করব। ’’

ये कांग्रेस और बीजेपी की महामिलावट है गौतम गम्भीर एसी गाड़ी में नीचे बैठे है उन्हें धूप में समस्या है उनकी जगह उनका हमशक्ल कैंप लगाकर खड़ा है कार्यकर्ता 'डुप्लीकेट' को गौतम गम्भीर समझकर माला पहना रहे हैं और जो डुप्लीकेट है वो असल में कांग्रेसी नेता है

চলতি বিতর্কের মধ্যে গম্ভীর অবশ্য পাশে পেয়েছেন প্রাক্তন সতীর্থদের। আজ সকালে প্রথমে তাঁর সমর্থনে মুখ খোলেন হরভজন সিংহ। ভাজ্জি লেখেন, ‘‘আমি তাঁকে ভাল করে চিনি। গম্ভীর কোনও দিনই মহিলাদের সম্পর্কে নিম্নরুচির কথা বলতে পারে না। ব্যক্তি হিসাবে সে এ সবের ঊর্ধ্বে।’’ ভিভিএস লক্ষণ টুইট করেন, ‘‘গম্ভীরকে দু’দশক ধরে চিনি। গম্ভীরের চরিত্র ও মহিলাদের প্রতি তাঁর মনোভাবের প্রশ্নে আমি জামিনদার হতে প্রস্তুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE