কুরুচিকর প্রচারপত্র ছড়ানোর অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন। তা নিয়ে এ বার আম আদমি পার্টি (আপ) নেতৃত্বকে আইনি নোটিস ধরালেন প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে, আইনজীবী সোনালি জেটলির মাধ্যমেশুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, তাঁর ডেপুটি মণীশ সিসৌদিয়া এবং পূর্ব দিল্লিতে তাদের প্রার্থী অতিশী মারলেনাকে মানহানির নোটিস পাঠিয়েছেন গম্ভীর। তাতে, অভিযোগ তুলে নিতে বলা হয়েছে তাঁদের। সেই সঙ্গে ‘ভিত্তিহীন অভিযোগ’-এর জন্য ক্ষমাও চাইতে বলা হয়েছে। অন্যথায় কেজরীবালদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলেও হুমকি দিয়েছেন গম্ভীর।
এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, ‘‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে, আজই তা সামনে আনুন অরবিন্দ কেজরীবাল। প্রমাণ দিতে পারলে উনি নিজে আমার পদত্যাগপত্র লিখবেন। আর সকলের সামনে তাতে সই করে দেব আমি।’’ গম্ভীর আরও বলেন, ‘‘ওঁরা প্রমাণ দিতে পারলে আজই রাজনীতি থেকে অবসর নেব আমি। কিন্তু যদি তা না পারেন? মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন তো কেজরীবাল? রাজনীতি ছেড়ে দেবেন তো?’’
অভিযোগ সত্য হলে আপ নেতৃত্ব কেন আদালতে যাচ্ছেন না, সেই প্রশ্নও তোলেন গৌতম গম্ভীর। আদালতেই তিনি তাঁদের জবাব দেবেন বলে জানান তিনি।