Advertisement
E-Paper

কুরুচিকর প্রচারপত্র ছড়ানোর অভিযোগ উড়িয়ে কেজরীবালদের মানহানির নোটিস গম্ভীরের

বৃহস্পতিবার পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় জাতিবিদ্বেষমূলক প্রচারপত্র ছড়িয়ে পড়ে। তাতে ওই কেন্দ্রের আপ প্রার্থী, গৌতম গম্ভীরের প্রতিদ্বন্দ্বী অতিশী মারলেনা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৩:৪৫
বিতর্কের মধ্যেই নির্বাচনী প্রচারে গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

বিতর্কের মধ্যেই নির্বাচনী প্রচারে গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

কুরুচিকর প্রচারপত্র ছড়ানোর অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন। তা নিয়ে এ বার আম আদমি পার্টি (আপ) নেতৃত্বকে আইনি নোটিস ধরালেন প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে, আইনজীবী সোনালি জেটলির মাধ্যমেশুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, তাঁর ডেপুটি মণীশ সিসৌদিয়া এবং পূর্ব দিল্লিতে তাদের প্রার্থী অতিশী মারলেনাকে মানহানির নোটিস পাঠিয়েছেন গম্ভীর। তাতে, অভিযোগ তুলে নিতে বলা হয়েছে তাঁদের। সেই সঙ্গে ‘ভিত্তিহীন অভিযোগ’-এর জন্য ক্ষমাও চাইতে বলা হয়েছে। অন্যথায় কেজরীবালদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলেও হুমকি দিয়েছেন গম্ভীর।

এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, ‘‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে, আজই তা সামনে আনুন অরবিন্দ কেজরীবাল। প্রমাণ দিতে পারলে উনি নিজে আমার পদত্যাগপত্র লিখবেন। আর সকলের সামনে তাতে সই করে দেব আমি।’’ গম্ভীর আরও বলেন, ‘‘ওঁরা প্রমাণ দিতে পারলে আজই রাজনীতি থেকে অবসর নেব আমি। কিন্তু যদি তা না পারেন? মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন তো কেজরীবাল? রাজনীতি ছেড়ে দেবেন তো?’’

অভিযোগ সত্য হলে আপ নেতৃত্ব কেন আদালতে যাচ্ছেন না, সেই প্রশ্নও তোলেন গৌতম গম্ভীর। আদালতেই তিনি তাঁদের জবাব দেবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: দিল্লিতে কুরুচিকর প্রচারপত্র! অতিশীর নিশানায় গম্ভীর, মামলার হুমকি প্রাক্তন ক্রিকেটারের​

তবে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মণীশ সিসৌদিয়া। গম্ভীরের পাঠানো নোটিস সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘‘প্রচারপত্রে যে ভাষার প্রয়োগ করেছেন গৌতম গম্ভীর, তা অত্যন্ত জঘন্য। পড়তে গেলেও লজ্জাবোধ হয়। এর পরেও আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস হয় কী করে ওঁর? মানহানির মামলাই বা করছেন কোন যুক্তিতে? বরং মানহানি তো আমাদের হয়েছে! ওর বিরুদ্ধেই মানহানির মামলা করব আমার। আজকের মধ্যেই নোটিস পাঠানোর চেষ্টা করব ওঁকে।’’

আরও পড়ুন: শিখ দাঙ্গা নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা করলেন অমিত শাহ​

বৃহস্পতিবার পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় জাতিবিদ্বেষমূলক প্রচারপত্র ছড়িয়ে পড়ে। তাতে ওই কেন্দ্রের আপ প্রার্থী, গৌতম গম্ভীরের প্রতিদ্বন্দ্বী অতিশী মারলেনা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। কুমন্তব্য ছিল তাঁর মা-বাবা সম্পর্কেও। বিষয়টি নিয়ে গতকালই সাংবাদিক বৈঠক ডাকেন অতিশী। তাতে সরাসরি গৌতম গম্ভীরের দিকে আঙুল তোলেন অতিশী। তিনি বলেন, ‘‘একজন মহিলাকে হারাতে গম্ভীর যদি এত নীচে নামতে পারেন, সাংসদ হিসাবে নারী নিরাপত্তা নিশ্চিত করবে কীভাবে?’’গোটা ঘটনায় গম্ভীরের যুক্ত থাকার কোনও প্রমাণ যদিও এখনও পর্যন্ত মেলেনি, তবে অতিশীর পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। তার জন্য সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন অতিশী। দিল্লি মহিলা কমিশনের কাছে এ ব্যাপারে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

Lok Sabha Election 2019 Gautam Gambhir Atishi Marlena Arvind Kejriwal AAP BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy