দল সম্মতি দিলে ভোপালে সাধ্বী প্রজ্ঞার হয়ে প্রচার করতে রাজি জাভেদ হাবিব। তাঁকে এ নিয়ে টুইটারে প্রশ্ন করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সংগঠন অভিযান’-এর সভাপতি জিতেন্দ্র খুরানা। সঙ্গে সঙ্গেই টুইটারে হেয়ার স্টাইলিস্ট জানান, দল চাইলে তিনি সাধ্বীর হয়ে প্রচারে রাজি। একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে সাধ্বীকে নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি।
মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী ফতিমা সিদ্দিকি পর্যন্ত সাধ্বীর হয়ে প্রচারে নামতে অস্বীকার করেছেন। সাধ্বীকে ক্ষমা পর্যন্ত চাইতে বলেছেন তিনি। গত বছর হিন্দু দেবতাদের ব্যবহার করে বিজ্ঞাপন করায় বিতর্কের মুখে পড়েছিলেন জাভেদ। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই প্রসঙ্গ তুলে টুইট করেছিলেন জিতেন্দ্র।
এ দিনই আবার কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা দাবি করেছেন, মুম্বই পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর একটুও শ্রদ্ধা থাকলে তাঁর উচিত সাধ্বী প্রজ্ঞার প্রার্থী পদ বাতিল করে দেওয়া। সম্প্রতি মুম্বই হামলায় নিহত মুম্বই এটিএসের প্রাক্তন প্রধান হেমন্ত কারকারেকে নিয়েও নানা বিতর্কিত মন্তব্য করেছেন সাধ্বী প্রজ্ঞা।