Advertisement
E-Paper

ভোট-বাজারে ‘ইয়েতির ছাপ’ সেনার পোস্টে

ভারতীয় সেনাবাহিনীর মনে অবশ্য সন্দেহের জায়গা নেই। তাদের এক টুইটের ধাক্কায় ভোটের বাজারে এ বার ঢুকে পড়ল গল্পকথার তুষারমানব— ইয়েতি!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০১:৫২
পদচিহ্ন: হিমালয় অভিযানে পাওয়া এই ছবি টুইট করেই সেনা জানিয়েছে— ‘ইয়েতির ছাপ’!

পদচিহ্ন: হিমালয় অভিযানে পাওয়া এই ছবি টুইট করেই সেনা জানিয়েছে— ‘ইয়েতির ছাপ’!

‘তা-তা-তা-হলে আ-আ-ম-ম-রা স-ত্যি-ই-ই-য়ে-তি দে-দে-দে-খ-লা-ম!’’ বিস্ময়ে, রোমাঞ্চে আর খানিকটা ভয়ে একেবারে তোতলা হয়ে গিয়েছিলেন নেপালি মিলিটারি অফিসার জং বাহাদুর রানা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ গল্পে এভারেস্টের পথে পেল্লায় সব পায়ের ছাপ দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সন্তুরও। এমনকি কাকাবাবু পর্যন্ত বিড়বিড় করে বলে উঠেছিলেন, ‘‘ইনক্রেডিবল! আমেজিং!’’ খচখচ করে ছবি তুলেছিলেন বটে, কিন্তু গোড়াতেই তাঁর খটকা লেগেছিল— ইয়েতিরা কি রাতে হ্যারিকেন বা টর্চ নিয়ে বেরোয়!

ভারতীয় সেনাবাহিনীর মনে অবশ্য সন্দেহের জায়গা নেই। তাদের এক টুইটের ধাক্কায় ভোটের বাজারে এ বার ঢুকে পড়ল গল্পকথার তুষারমানব— ইয়েতি! ছবি দিয়ে ভারতীয় সেনা দাবি করল, তাদের পর্বত অভিযাত্রী দল এই প্রথম ‘ইয়েতি’র পায়ের ছাপ দেখেছে তুষার-ঢাকা হিমালয়ে। লম্বায় ৩২ ইঞ্চি, আর চওড়ায় ১৫ ইঞ্চির এক-একটা ‘রহস্যজনক’ পদচিহ্ন! সেনা বলছে, গত ৯ এপ্রিল নেপালে মাকালু বেস ক্যাম্পের কাছে এই পায়ের ছাপ দেখেছে তারা। কিন্তু সেটা যে ‘ইয়েতি’, জানা গেল কী করে? প্রশ্নটা সেখানেই।

টেনিদার গল্পে ছিল— ‘‘মানুষ নয়, গরিলা নয়— অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামী রোঁয়া— চোখ দু’টো জ্বলছে যেন আগুনের ভাঁটা।’’ তিনটে সিংহের মতো গর্জন করে সে নাকি পরিষ্কার বাংলায় বলেছিল, ‘‘ইয়েতি দেখতে চাও— না?’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

৩২x১৫ ইঞ্চি: ভোটে কার পা?

কাকাবাবু থেকে টেনিদা, সকলেই কিন্তু শেষমেশ ফাঁস করে দিয়েছিলেন ‘ইয়েতি’ রহস্য! ইয়েতি যে ঠিক ইয়েতি নয়, সে কথা উঠে এসেছিল গল্পেও। এখন সেনার ২০ দিন আগে তোলা ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে নয়া ‘ইয়েতি অভিযান’! নিশানায় যত না বাহিনী, তার চেয়ে ঢের বেশি নরেন্দ্র মোদী। পাকিস্তানের বালাকোটে সেনা অভিযানের কৃতিত্ব নিয়ে ভোট চাওয়া, ডিআরডিও-র তৈরি ‘মহাশক্তি’ ক্ষেপণাস্ত্র নিয়ে ভোট মরসুমে টিভিতে ভাষণ দেওয়ার বহরে অভ্যস্ত নেটিজ়েনদের জিজ্ঞাসা— ইয়েতি-খোঁজার কৃতিত্ব নিয়ে ভোটের আসরে নামবেন না মোদী?

কেন্দ্র এখনও কোনও বিবৃতি দেয়নি। কিন্তু বিজেপির প্রাক্তন সাংসদ ‘চৌকিদার’ তরুণ বিজয়ের মতো কিছু নেতা নেমে পড়েছেন ইয়েতি-মাহাত্ম্য প্রচারে! বলেছেন, ‘‘ইয়েতিকে সম্মান করুন! পশু বলবেন না!’’

বলা ছাড়া উপায়ও ছিল না অবশ্য। কারণ বিরোধী এবং আম আদমি নির্বিশেষে এ দিন ইয়েতি-চর্চায় রঙ্গব্যঙ্গে মশগুল থেকেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তো বলেই দিলেন, ‘‘বোঝা গেল, অচ্ছে দিনের থেকে ইয়েতির দেখা পাওয়া ঢের সোজা।’’ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লিখলেন, ‘‘ভোটের বাকি দফার প্রচারে কী ভাবে ইয়েতি আনতে হবে, বিজেপি নিশ্চয়ই সেই চেষ্টাটা শুরু করে দিয়েছে।’’

ইয়েতি কী? গল্পকথায় কল্পনা। বাহিনী উল্লেখ করেছে ‘পৌরাণিক পশু’ হিসেবে। তরুণ বিজয় দাবি করেছেন, ইয়েতি তাঁর চোখে ‘স্নোম্যান’। যদি স্নোম্যানের স্ত্রী হয়? পাল্টা টুইটে চটজলদি বিজেপি নেতাকে বিঁধলেন এক নেটিজ়েন। কেউ মন্তব্য করলেন, ‘ইয়েতিজি’-র কপালে জোটা এই সম্মানের সিকি ভাগও যদি দেশের সংখ্যালঘুরা পেতেন! জনৈক ‘দ্য দেশভক্ত’ বাহিনীর ওই টুইটকেই রিটুইট করে লিখলেন, ‘‘আশা করছি, মোদীজি শীঘ্রই এ বার টিভিতে এসে বলবেন কী ভাবে তাঁর সেনা ইয়েতিকে ট্র্যাক করল। যা কি না কংগ্রেস সত্তর বছরেও করে দেখাতে পারেনি।’’ কেউ বললেন, ‘‘এই বুঝি শুরু হল— ইয়েতি বচাও, ইয়েতি পড়াও।’’

ইয়েতি কথা

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু-কাহিনি অবলম্বনে তৈরি ছবির পোস্টার।

• নেপালি লোককথা অনুযায়ী ইয়েতি বাঁদর জাতীয় প্রাণী। হিমালয়, সাইবেরিয়া, মধ্য ও পূর্ব এশিয়ার লোককথাতেও উল্লেখ।
• ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু উপত্যকা বিজয়ের সময়ে ইয়েতি দেখতে চেয়েছিলেন আলেকজান্ডার। কেউ দেখাতে পারেননি।
• ১৯২১ সালে সাংবাদিক হেনরি নিউম্যানকে বিশাল পায়ের ছাপ দেখতে পাওয়ার কথা জানান এক দল ব্রিটিশ অভিযাত্রী।

টিনটিন কমিক্সের পাতাতেও সেই পদচিহ্ন!

• ১৯৪২ সালে প্রায় আট ফুট উঁচু দু’টি প্রাণীর কথা গবেষক মায়রা শ্যাকলেকে জানান দুই অভিযাত্রী।
• ১৯৮৬ সালে হিমালয়ের গিরিশিরার কাছে এক বিশাল মূর্তি দেখেছেন বলে দাবি করেন অভিযাত্রী অ্যান্টনি উলব্রিজ।

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে টেনিদার ‘ইয়েতি-সাক্ষাৎ’।

• ইয়েতির খোঁজে তিব্বত ও নেপাল চষে ফেলেন অভিযাত্রী রেইনহোল্ড মেসনার। জানান, বড় ভালুক ও তার পায়ের ছাপকেই ইয়েতি বলে ভুল করেন অনেকে।
• ২০১৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও জানায়, ইয়েতির লোম-হাড় বলে যা পাওয়া গিয়েছে, তার ডিএনএ কিন্তু মেলে ভালুকের সঙ্গেই।

• তা-ই নাকি! শুনে তো বেশ মজার লাগছে। ইয়েতি হয়তো বিশ্বাস করার কথা নয়! সুনীল ইয়েতির কল্পনাটা উপভোগ করলেও ও-সব বিশ্বাস করতেন না। কিন্তু আমি এখনও বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে পড়ে আছি। —স্বাতী গঙ্গোপাধ্যায়

• ইটস লাইক আ ফেয়ারি টেল। যেন সুনীলদার গল্পের ইয়েতিই ফিরে এল।—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

• আগেই বলেছিলাম! —সৃজিত মুখোপাধ্যায়

বাহিনী যে ছবি পোস্ট করেছে, তাতে পেল্লায় পায়ের ছাপ দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু সবই ডান পায়ের। কেন? সিভিল সার্ভিস ছেড়ে রাজনীতির ময়দানে আসা কাশ্মীরি নেতা শাহ ফয়সলের কটাক্ষ— ‘‘নির্ঘাত দ্বিতীয় পা-টা বালাকোট স্ট্রাইকের সময় খুইয়ে এসেছে ইয়েতি।’’ সান্ত্বনা একটাই, খোদ আলেকজান্ডার যা দেখতে চেয়েও পাননি, ভারতীয় সেনাবাহিনী তা পেরেছে! নেটিজ়েনদের টিপ্পনী, ‘‘এও মোদী সরকারেরই কৃতিত্ব!’’

Lok Sabha Election 2019 Yeti Indian Army লোকসভা নির্বাচন ২০১৯
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy