Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘হামলার ভয়ে ফেসবুকে মত নয়’

ভারতের বেশ কয়েকটি শহরের উচ্চশিক্ষিত শ্রেণির মানুষকে ইন্টারনেটে রাজনৈতিক মতামত প্রকাশ ও তার ফলাফল নিয়ে প্রশ্ন করেছিল ওই সংস্থা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৩:১৯
Share: Save:

সামনেই লোকসভা নির্বাচন। প্রচারের অন্যতম হাতিয়ার এখন সোশ্যাল মিডিয়া।কিন্তু ফেসবুক, টুইটারের মতো ভারতে তুমুল জনপ্রিয় সোশ্যাল সাইটগুলিতেই নিজের রাজনৈতিক মত প্রকাশে ভয় পান বেশির ভাগ নেটিজেন। কারণ? হামলার আশঙ্কা। সম্প্রতি একটি সমীক্ষায় এমনই দাবি করেছে রয়টার্স ইনস্টিটিউট।

ভারতের বেশ কয়েকটি শহরের উচ্চশিক্ষিত শ্রেণির মানুষকে ইন্টারনেটে রাজনৈতিক মতামত প্রকাশ ও তার ফলাফল নিয়ে প্রশ্ন করেছিল ওই সংস্থা। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে, অন্তত ৫৫ শতাংশ মানুষই অনলাইনে নিজেদের রাজনৈতিক মতামত বা পছন্দ-অপছন্দ প্রকাশ করতে ভয় পান। কারণ, তাঁদের আশঙ্কা, কোনও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে মত প্রকাশ করলে, সেই দলের লোকজনই পরবর্তী কালে তাঁর বা তাঁর পরিবারের উপরে হামলা চালাতে পারে। এই আশঙ্কা একটি গণতান্ত্রিক দেশের মানুষের জন্য মারাত্মক বলে দাবি করেছে ওই সংস্থা। তবে শুধু হামলার আশঙ্কাই নয়, পরিবার এমনকি অফিসের সহকর্মীরা কিছু মনে করতে পারেন, এই ভয়েও অনেকে ইন্টারনেটে নিজেদের রাজনৈতিক মত জানাতে দ্বিধাবোধ করেন। সমীক্ষা সংস্থাটির দাবি, ভারতের সঙ্গে ব্রাজ়িল, তুরস্ক আর আমেরিকার মতো দেশেও তারা একই ধরনের সমীক্ষা চালিয়েছে। তার মধ্যে ব্রাজ়িল আর তুরস্কের অবস্থাও প্রায় এ দেশেরই মতো বলেও সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE