আর পাঁচতারা হোটেল নয়। ভোটে জিতে আসার পরে নতুন সাংসদদের রাজ্য সরকারের বিভিন্ন অতিথিশালা ও জনপথের ওয়েস্টার্ন কোর্টের অতিথিশালাতেই ঠাঁই নিতে হবে।
সপ্তদশ লোকসভায় কারা নির্বাচিত হয়ে আসবেন, বৃহস্পতিবার ভোটের ফলের পরেই তা স্পষ্ট হয়ে যাবে। এত দিন নতুন সাংসদদের জন্য ফ্ল্যাট-বাংলো বরাদ্দ হওয়া পর্যন্ত তাঁদের দিল্লির তিনটি পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করা হত। কিন্তু সে জন্য কোটি কোটি টাকা খরচ হওয়ার অভিযোগ ওঠে। এ বার তাই ঠিক হয়েছে, নতুন সাংসদদের জন্য দিল্লির অশোক, সম্রাট বা জনপথ হোটেলে ঘর নেওয়া হবে না। তার বদলে ওয়েস্টার্ন কোর্টের অতিথিশালা ও রাজ্যগুলির অতিথিশালায় বন্দোবস্ত করা হবে।