Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National- Lok Sabha Election 2019

ভালবাসারই জিত হবে, নিশ্চিত ভাইবোন

দিল্লির বুকে দাঁড়িয়ে ভোটের দিন সকালে নরেন্দ্র মোদীকে জোড়া হামলা করলেও কংগ্রেস কত আসন পাবে, তা নিয়ে অবশ্য ভাই বা বোন কেউই কোনও অনুমান জানাতে চাইলেন না।

ভোটের মেজাজ: রবিবার দিল্লিতে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। ছবি: রয়টার্স এবং পিটিআই

ভোটের মেজাজ: রবিবার দিল্লিতে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। ছবি: রয়টার্স এবং পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০১:৪১
Share: Save:

খান আব্দুল গফ্ফর খানের ভাই গাঁধীবাদী স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল জব্বার খানের নামে দিল্লিতে তৈরি হয়েছিল ‘খান মার্কেট’, যা এখন অভিজাত বাজারের একটি। নামী-দামি লোকেদের পাশাপাশি গাঁধী পরিবারের সদস্যরাও মাঝেমধ্যে যান সেখানে। এক সাক্ষাৎকারে এই বাজারকেই আজ রাজনীতির কেন্দ্রে নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধীদের আক্রমণের জবাব দিতে তিনি বলেন, ‘‘দিল্লির ‘খান মার্কেট গ্যাং’ মোদীর ভাবমূর্তি তৈরি করেনি, লাটিয়েনস দিল্লিও নয়। ৪৫ বছরের মোদীর তপস্যাই এই ভাবমূর্তি তৈরি করেছে। তা সে ভাল হোক বা মন্দ!’’ রাজধানী দিল্লিতে আজ ভোট হল। ভোট দিলেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরারা। মোদী-অমিত শাহদের ভোট আগেই হয়ে গিয়েছে গুজরাতে। ক’দিন আগে প্রিয়ঙ্কা মোদীকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ‘আমি দিল্লির মেয়ে’ বলে। আজ মোদীর কথা শুনে ফের হামলা করলেন প্রিয়ঙ্কা। এমনকি রাহুলও।

ভোট দিয়ে বেরিয়ে এসে মোদীর ‘তপস্যা’র কথার জবাবে প্রিয়ঙ্কা বলেন, ‘‘শুধু ৫০ ঘণ্টা তপস্যা করলেও এত ঘৃণা নিয়ে কথা বলতেন না প্রধানমন্ত্রী। বিজেপি সরকার যে বিদায় নিচ্ছে, সেটা স্পষ্ট। জনতার আক্রোশ ভোটে প্রতিফলিত হবে। কালো টাকা ফিরিয়ে প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেওয়া, বছরে ২ কোটি রোজগার, কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে জবাব দেন না প্রধানমন্ত্রী। রাহুল যে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়েছিলেন, তারও জবাব দেন না। বক্তৃতায় শুধু এদিক-ওদিক কথা বলেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অজয় মাকেনের সঙ্গে ভোট দিয়ে বেরিয়ে এসে রাহুলও এক হাত নেন প্রধানমন্ত্রীকে। বলেন, ‘‘৩-৪টি বিষয় নিয়ে এ বারের ভোট লড়েছে কংগ্রেস। সব ক’টি জনতার সঙ্গে জড়িত বিষয়। সব থেকে জরুরি বেকারত্ব, তার পরে কৃষকদের অবস্থা ফেরানো, গব্বর সিংহ ট্যাক্সের মাধম্যে অর্থনীতির লোকসান আটকানো, আর চতুর্থ দুর্নীতি— রাফাল-অনিল অম্বানী। লড়াই ভাল হয়েছে। নরেন্দ্র মোদী ঘৃণা ব্যবহার করেছেন, আর আমরা ভালবাসা। আমি নিশ্চিত, ভালবাসারই জিত হবে।’’ মোদী অবশ্য আজই রাহুলকে জবাব দিয়ে বলেছেন, ‘‘মুখে ভালবাসার কথা বলে প্রতিদিন গালি দেওয়া হচ্ছে আমাকে। ঘৃণাকে আড়াল করতেই ভালবাসা নিয়ে বড়াই করা হচ্ছে।’’

দিল্লির বুকে দাঁড়িয়ে ভোটের দিন সকালে নরেন্দ্র মোদীকে জোড়া হামলা করলেও কংগ্রেস কত আসন পাবে, তা নিয়ে অবশ্য ভাই বা বোন কেউই কোনও অনুমান জানাতে চাইলেন না। রাহুল বললেন, ‘‘জনতাই মালিক। জনতা যা রায় দেবে, মাথা পেতে নেব।’’ কিন্তু মোদী যে লাগাতার গাঁধী পরিবারকে আক্রমণ করে যাচ্ছেন, তার জবাব দিতে ছাড়লেন না প্রিয়ঙ্কা। মোদীর ‘তপস্যা’র সূত্র ধরেই বললেন, ‘‘আমি যখন সাধনা করতে যাই, আমার গুরুজি ভগবান বুদ্ধের কথা শোনান। বুদ্ধের কাছে এক ক্ষিপ্ত ব্যক্তি আসেন, কিন্তু বুদ্ধ তাঁকে শান্ত থাকারই পরামর্শ দেন। সমস্যার সমা‌ধান কী করে হবে, সে বিষয়েই চিন্তা করতে বলেন। কিন্তু প্রধানমন্ত্রী তো কারও কথাই শোনেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE