Advertisement
০৩ মে ২০২৪

মনমোহনকে প্রার্থী চায় পঞ্জাব কংগ্রেস

কংগ্রেস সূত্রের মতে, পঞ্জাবের কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের কাছে সর্বসম্মত প্রস্তাব পাঠিয়েছেন, যাতে অমৃতসর কেন্দ্র থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে প্রার্থী করা হয়।

অমৃতসর কেন্দ্র থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে প্রার্থী করার প্রস্তাব পঞ্জাব কংগ্রেসের।

অমৃতসর কেন্দ্র থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে প্রার্থী করার প্রস্তাব পঞ্জাব কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৮
Share: Save:

লোকসভা ভোটে মনমোহন সিংহকে প্রার্থী করার জন্য রাহুল গাঁধীর কাছে প্রস্তাব পাঠাচ্ছে পঞ্জাব প্রদেশ কংগ্রেস।

কংগ্রেস সূত্রের মতে, পঞ্জাবের কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের কাছে সর্বসম্মত প্রস্তাব পাঠিয়েছেন, যাতে অমৃতসর কেন্দ্র থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে প্রার্থী করা হয়। আপাতত এই আসনটি কংগ্রেসের দখলেই আছে। আগে এই কেন্দ্র থেকেই সাংসদ ছিলেন নভজ্যোৎ সিংহ সিধু। কিন্তু ক্যাপ্টেন তাঁকে প্রার্থী করতে চান না বলেই মনমোহনের নাম প্রস্তাব করা হচ্ছে। এ বিষয়ে অবশ্য মনমোহনের সঙ্গে কতা বলে রাহুলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আজই অবশ্য মনমোহন সিংহের বাড়িতে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়। কিন্তু মনমোহনকে প্রার্থী করার বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। কংগ্রেসের সূত্রের মতে, গত সপ্তাহে বিরোধী জোটের অভিন্ন কর্মসূচি তৈরির ভারও এখন রাহুল গাঁধীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক খসড়া রচনার পর এ মাসের শেষে রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নায়ডুরা ফের বৈঠকে বসবেন। সেটি দিল্লির বদলে গুয়াহাটিতে করার কথাও ভাবা হচ্ছে।

এই বৈঠক এ মাসের ২৫-২৬ তারিখে হওয়ার কথা। সেই সময়ই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিরোধীদের বৈঠকের কথা ভেবে সেটি দু’দিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হচ্ছে। আমদবাদে সর্দার পটেলের স্মারকে সকালে বৈঠক হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির। তার পর রাহুলের একটি সভারও আয়োজন করা হয়েছে। এই বৈঠক আমদাবাদে করার পিছনে তিনটি কৌশল নিয়েছে কংগ্রেস। একে তো এ’টি গাঁধীর ভূমি। দুই, নরেন্দ্র মোদীর গড়। তিন, বৈঠক স্থলের জন্যও বেছে নেওয়া হয়েছে পটেলের স্মারক ভবন, যে পটেলকে কংগ্রেসের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE