Advertisement
E-Paper

নয়ের দশকের সফল সূত্রেই লালুর লড়াই  

বিহারের রাজনীতিতে জাতপাতের সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। ৩১ জন প্রার্থীর মধ্যে যাদব, মুসলমান এবং রাজপুত প্রার্থীর আধিক্য রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:২৯
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

লালুপ্রসাদের ‘হিট ফর্মুলা’-তে ভরসা রেখেই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল আরজেডি। দীর্ঘ টানাপোড়েনের পরে আজ পটনায় দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তেজস্বী যাদব। এ দিনই মহাজোটের বাকি দলগুলিকে কোন আসন দেওয়া হয়েছে তার উল্লেখ করেন তিনি। বিহারের ৪০টি আসনের মধ্যে ২০টিতে আরজেডি, ৯টিতে কংগ্রেস, ৫টিতে উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোকসমতা পার্টি এবং তিনটি করে আসনে জিতনরাম মাঁঝির হিন্দুস্থান আওয়াম মোর্চা এবং মুকেশ সহানির বিকাশশীল ইনসান পার্টি লড়বে। আপাতত ৩১টির প্রার্থী ঘোষণা করতে পেরেছে মহাজোট। তবে নিজেদের কোটায় থাকা আসনগুলির প্রার্থীর নাম না ঘোষণা করলেও সেগুলি কোন জাতিকে দেওয়া হবে, তা জানিয়ে বিতর্ক তৈরি করেছে আরএলএসপি।

বিহারের রাজনীতিতে জাতপাতের সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। ৩১ জন প্রার্থীর মধ্যে যাদব, মুসলমান এবং রাজপুত প্রার্থীর আধিক্য রয়েছে। এ ছাড়াও রবিদাস সম্প্রদায়ের প্রতিনিধিও রয়েছেন। তবে পাশওয়ান, ব্রাহ্মণ এবং বৈশ্য সম্প্রদায়ের কোনও প্রতিনিধি নেই। জাতিগত সমীকরণ অনুযায়ী ৩১টি আসনের মধ্যে মহাজোটে ৯ জন যাদব, ৬ জন মুসলমান, ৪ জন রাজপুত, ৪ জন রবিদাস, ২ জন অতি পিছড়ে, ২ জন নিষাদ এবং ভূমিহার, কুশওয়াহা, জনজাতি ও মাঁঝি সম্প্রদায়ের এক জনকে টিকিট দেওয়া হয়েছে। শুধু আরজেডির ঘোষণা করা ১৮ জন প্রার্থীর মধ্যেই রয়েছেন ৯ জন যাদব এবং ৪ জন মুসলমান।

নয়ের দশকে যাদব-মুসলমান সূত্রে বিহার দখল করেছিলেন লালুপ্রসাদ। কিন্তু ২০০৫ সালে পরাজয়ের পরে সেই ফর্মুলা বদলে ফেলেন। কিন্তু এ বার সেই সূত্র ফিরিয়ে এনেছেন তিনি। যাদব-মুসলমান-রাজপুত-রবিদাস সম্প্রদায়ের থেকে প্রার্থী সাজিয়ে এনডিএকে হারানোর কৌশল নিয়েছে আরজেডি। যদিও রাজনৈতিক মহলের মতে এই ফর্মুলায় সাফল্য মেলার সম্ভবনা এখন অনেক কম।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরজেডির ২০টি আসনের মধ্যে আরা লোকসভা কেন্দ্রটি সিপিআইএমএলকে ছাড়া হয়েছে। যদিও সিপিআইএমএল তাতে নারাজ। ওই কেন্দ্রে প্রার্থী দেবে না আরজেডি। মাধেপুরায় শরদ যাদব, পাটলিপুত্রে মিসা ভারতী, সিওয়ানে সাহাবুদ্দিনের স্ত্রী হিনা সাহিব, সারণে তেজপ্রতাপ যাদবের শ্বশুর চন্দ্রিকা রায়, বৈশালীতে রঘুবংশপ্রসাদ সিংহ, বক্সারে জগদানন্দ সিংহ এবং বেগুসরাই থেকে তনভির হাসান লড়বেন। এ দিনই কংগ্রেস বিহারের চারটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সাসারাম থেকে প্রাক্তন স্পিকার মীরা কুমার, সুপৌল থেকে রঞ্জিতা রঞ্জন, সমস্তীপুর থেকে অশোক কুমার এবং মুঙ্গের থেকে নীলম দেবী লড়বেন।

Lok Sabha Election 2019 লোকসভা ভোট ২০১৯ RJD Lalu Prasad Yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy