Advertisement
১৮ মে ২০২৪
Lok Sabha Election 2019

সুপ্রিম কোর্টেও স্বস্তি মোদী-অমিত শাহর, কংগ্রেসের দায়ের করা বিধিভঙ্গের মামলা খারিজ

মামলায় কংগ্রেসের অভিযোগ ছিল, কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছে না এবং পক্ষপাতদুষ্ট। কমিশন কী ভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেই বিষয়ও জনসমক্ষে আনা হচ্ছে না।

মোদী-অমিত শাহর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্ট। —ফাইল ছবি

মোদী-অমিত শাহর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্ট। —ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৬:০৭
Share: Save:

নির্বাচন কমিশন আগেই খারিজ করেছিল। এ বার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নরেন্দ্র মোদী-অমিত শাহকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টও। অসমের কংগ্রেস সাংসদ সুষ্মিতা দেবের মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন যেহেতু অভিযোগের নিষ্পত্তি করে দিয়েছে, তাই তার আর কোনও ভিত্তি থাকে না। তাছাড়া মামলাকারী কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জও করেননি। তবে সুষ্মিতা দেবকে নতুন করে মামলা দায়েরের কথা বলেছে শীর্ষ আদালত।

সেনার নামে ভোট চাওয়া থেকে শুরু করে রাজীব গাঁধীকে ‘ভ্রষ্টাচারী নম্বর ১’ বলা— ভোট প্রচারে এই ধরনের একাধিক মন্তব্যের জেরে মোদী- শাহর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু মূলত ভারতীয় সেনাবাহিনীর নামে ভোট চাওয়া-সেহ কয়েকটি অভিযোগে ক্লিন চিট দেওয়ার পরই আদালতের দ্বারস্থ হন সুষ্মিতা।

মামলায় কংগ্রেসের অভিযোগ ছিল, কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছে না এবং পক্ষপাতদুষ্ট। কমিশন কী ভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেই বিষয়ও জনসমক্ষে আনা হচ্ছে না। তাঁদের আরও অভিযোগ ছিল, কয়েকটি ক্ষেত্রে সর্বসম্মত সিদ্ধান্তও নেওয়া হয়নি। সেই মামলাতেই গত সপ্তাহে কমিশনকে মোদীর বিরুদ্ধে সব অভিযোগের নিষ্পত্তি করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহকেও সব বিধিভঙ্গের অভিযোগই খারিজ করে দিয়েছে কমিশন।

মঙ্গলবার একটি অতিরিক্ত হলফনামাও জমা দেওয়া হয় কংগ্রেসের তরফে। তাতে সরাসরি বিজেপির নাম করে অভিযোগ আনেন সুষ্মিতা দেব। তাঁর অভিযোগ ছিল, কমিশন বিজেপির হয়ে কাজ করছে। অভিযোগগুলি দেরি করে নিষ্পত্তি করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে কমিশন— অভিযোগ ছিল সুষ্মিতার।

আরও পড়ুন: বন্ধ খামে সাংবাদিকদের টাকা বিলোনোর ফুটেজ প্রকাশ্যে, বিজেপি বলল, মামলা করব

আরও পডু়ন: ‘গণতন্ত্রের থাপ্পড়’ মন্তব্যের নিন্দায় সুষমা, সব সীমা লঙ্ঘন করেছেন মমতা, হুঁশিয়ারি বিদেশমন্ত্রীর

এই পরিস্থিতিতে বুধবার ফের শুনানি হয় এই মামলার। দু’পক্ষের সওয়াল জবাবের পর মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। সুষ্মিতা দেবের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি এ দিন রাজীব গাঁধী সম্পর্কে মোদীর করা ‘ভ্রষ্টাচারী নম্বর ১’ মন্তব্যও তুলে ধরেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই মন্তব্য মামলার এক্তিয়ারে নয়, তাই তা বিচার্য নয়।

মোদী-অমিত শাহর বিরুদ্ধে সব মিলিয়ে মোট ন’টি বিধিভঙ্গের অভিযোগ জমা পড়েছিল কমিশনে। সব ক’টি অভিযোগই খারিজ করে দিয়েছে কমিশন। রাজীব গাঁধীকে আক্রমণের ক্ষেত্রেও কমিশনের বক্তব্য, ‘‘প্রাথমিক ভাবে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার মতো সারবত্তা মেলেনি। তাই এই মামলা খারিজ করে দেওয়া হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE