সংসদে হঠাৎ দেখা হয়ে গেল। বহু দিন পরে। স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে সংসদে দেখা হওয়ার ছবি টুইট করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘‘অনেক দিন পরে এক সঙ্গে।’’ কেউ কেউ আবার সাবধানে জানতে চেয়েছিলেন, ‘‘অনেক দিন পরে মানে?’’ সুষমা চটজলদি জানান, ‘‘আরে বাড়িতে এক সঙ্গেই আছি। সংসদে অনেক দিন পরে দেখা হল। উনি তো এখন আর সাংসদ নন।’’ ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী স্বরাজ। পরে মিজোরামের রাজ্যপালও হন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: