আনাজের দাম আগুন তো ছিলই। গৃহস্থের হেঁশেলে সেই আগুনের আঁচ আরও তীব্র হল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বেশ অনেকটাই বেড়ে যাওয়ায়।
মাত্র দু’দিন আগে তেল সংস্থাগুলি জানিয়েছিল, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ডিসেম্বরে বাড়লেও অপরিবর্তিত থাকছে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম। কিন্তু বুধবার থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের দামও বাড়ল। কলকাতায় তা বাড়ল ৫০ টাকা। সিলিন্ডারের নতুন দাম হল ৬৭০.৫০ টাকা। মঙ্গলবার মাঝরাতে তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটরদের এই বার্তা পাঠায়। প্রশ্ন উঠছে, হঠাৎ এত দ্রুত সিদ্ধান্ত বদল কেন এবং সেই বার্তা দিতে মাঝরাত পর্যন্ত কেন দেরি হল? বিহার ও কাশ্মীরের ভোটের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, চর্চা চলছে তা নিয়েও। আবার অন্য দিকে পেট্রল-ডিজ়েলের দর ফের ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে করোনা সঙ্কটের মধ্যেই বছরের শেষটায় আমজনতার দুর্ভোগের পারদ চড়ছে।
প্রচলিত নিয়ম হল, কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে মাসের শেষ দিনেই তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটরদের জানিয়ে দেয়, পরের মাসে রান্নার গ্যাসের দাম কোথায় কত হবে। এ বারেও সেই অনুযায়ী সোমবার জানানো হয়, মঙ্গলবার থেকে গোটা ডিসেম্বর ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়ছে। কিন্তু একই থাকছে ১৪ কেজির সিলিন্ডারের দর। আচমকাই মঙ্গলবার মাঝরাতে ডিস্ট্রিবিউটরদের কাছে ই-মেল পাঠিয়ে জানানো হয়, বুধবার থেকে সেটির দামও বাড়ছে।