Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Trans Person

Trans Person: লিঙ্গ বদলের প্রথম অনুমতি মধ্যপ্রদেশে

লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হওয়ার অনুমতি পেয়েছেন ওই পুলিশকর্মী।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ০৮:১১
Share: Save:

মধ্যপ্রদেশে এক মহিলা পুলিশকর্মীকে লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেওয়া হল প্রশাসনের তরফে। রাজ্যে যা এই প্রথম বলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।

লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হওয়ার অনুমতি পেয়েছেন ওই পুলিশকর্মী। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ রাজৌরা একটি বিবৃতিতে জানিয়েছেন, “আজ ১ ডিসেম্বর আবেদনকারী মহিলা কনস্টেবলকে লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেওয়া হল।” তিনি এ-ও জানিয়েছেন, মধ্যপ্রদেশে এই প্রথম এ ধরনের অনুমতি দেওয়া হল। এর আগে কোনও সরকারি কর্মচারীকে লিঙ্গ পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। তবে এই অনুমতি যে প্রয়োজনীয় সরকারি নিয়ম মেনেই দেওয়া হয়েছে সে বিষয়েও নিশ্চিত করেছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই কর্মীর বাড়ি মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে। শৈশব থেকেই নিজের লিঙ্গ পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। সাত বছর আগে তিনি কনস্টেবলের চাকরিতে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trans Person Transgender Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE