শিশুদের ইন্টারনেট ব্যবহারে রাশ টানতে ভারতের মডেল হবে অস্ট্রেলিয়া? এই বিষয়ে অস্ট্রেলিয়ার মতোই আইন আনা যায় কি না, তা কেন্দ্রকে ভেবে দেখতে বলল মাদ্রাজ হাই কোর্ট। যত দিন না তেমন কোনও আইন প্রণয়ন হচ্ছে, তত দিন দেশ এবং রাজ্যগুলির শিশুসুরক্ষা কমিশন শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করতে পারে বলেও মত প্রকাশ করেছে উচ্চ আদালত।
চলতি বছরের ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এর ফলে সে দেশের ১৬ বছরের কমবয়সিরা ফেসবুক, টিকটক, ইউটিউবের মতো মোট ১০টি সমাজমাধ্যম ব্যবহার করতে পারছে না। অস্ট্রেলিয়ার মতো ভারতেও এমন নিয়ম প্রণয়ন করা যায় কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এই আবহে এমন আইন আনা যায় কি না, তা নরেন্দ্র মোদীর সরকারকে ভেবে দেখতে বলল মাদ্রাজ হাই কোর্ট।
আরও পড়ুন:
সম্প্রতি মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী এস বিজয়কুমার ইন্টারনেট নিয়ে শিশুদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পরিষেবা প্রদানকারী বা ‘সার্ভিস প্রোভাইডার’-কে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানান। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ‘পর্নোগ্রাফিক কনটেন্ট’ নিয়েও উদ্বেগপ্রকাশ করেন তিনি।
এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি জি জয়চন্দ্রন এবং কেকে রামকৃষ্ণনের বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায়, শিশুদের ইন্টারনেট ব্যবহারে রাশ টানতে অস্ট্রেলিয়ার মতো আইন আনা যায় কি না, তা ভেবে দেখুক কেন্দ্র।