কানাডায় বিশ্ববিদ্যালয় চত্বরের অনতিদূরেই ভারতীয় পড়ুয়াকে গুলি করে খুন! ওই পড়ুয়ার নাম শিবাঙ্ক অবস্তী (২০)। শিবাঙ্ক ইউনিভার্সিটি অফ টরন্টো স্কারবরোয় জীবনবিজ্ঞানের একটি বিষয় নিয়ে পিএইচডি করছিলেন। মঙ্গলবার ক্যাম্পাসের কাছ থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে কানাডার পুলিশ। তবে খুনের ঘটনায় কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ (কানাডার স্থানীয় সময় অনুসারে) তাদের কাছে একটি দেহ রাস্তায় পড়ে থাকার খবর আসে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বরে যায় পুলিশের একটি দল। ক্যাম্পাসের কাছে টরন্টোর হাইল্যান্ড ক্রিক ট্রেল এবং ওল্ড কিংস্টোন রোডের মাঝখান থেকে ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মনে করছে, ভারতীয় পড়ুয়াকে গুলি করে খুন করার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে আততায়ী।
আরও পড়ুন:
এই ঘটনার পর টরন্টোর ভারতীয় উপদূতাবাসের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে তারা গভীর ভাবে মর্মাহত। এই পরিস্থিতিতে নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তে স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছে ভারতের উপদূতাবাস। খুনের ঘটনায় ‘গভীর শোকপ্রকাশ’ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
কয়েক দিন আগেই কানাডার টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া হিমাংশী খুরানাকে খুন করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত আবদুল ঘাফুরিকে খুঁজছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আর এক হত্যাকাণ্ড ঘটে গেল টরন্টোয়। এ ক্ষেত্রেও খুন হলেন সেই ভারতীয় পড়ুয়াই। পুলিশের তরফে জানানো হয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত টরন্টোয় ৪১ জন খুন হয়েছেন।