সোশ্যাল মিডিয়ায় একাধিক নিজস্বী প্রকাশ করে বিতর্কের মুখে পড়লেন মহারাষ্ট্রের জল-সংরক্ষণ মন্ত্রী পঙ্কজা মুন্ডে। খরা দুর্গত লাতুরে প্রশাসনিক ত্রাণকার্য কেমন চলছে, তা তদারকি করতে যান বিজেপির ওই মন্ত্রী। সেখানেই একাধিক নিজস্বী তুলে শনিবার ও রবিবার টুইটারে পোস্ট করেন পঙ্কজা। কংগ্রেস অভিযোগ করে, এটা অত্যন্ত অসংবেদনশীল। খরা দুর্গত এলাকার প্রতি ব্যঙ্গ। শিবসেনাও বলে, এ রকম পরিস্থিতিতে নিজস্বী তোলা উচিত হয়নি পঙ্কজার। পঙ্কজা পাল্টা জানিয়েছেন, ওই এলাকায় প্রশাসন খুব ভাল কাজ করছে। তাদের কাজের স্বীকৃতি দিতে, তাদের প্রেরণা জোগাতেই ওই নিজস্বী পোস্ট করেছিলেন তিনি।