Advertisement
E-Paper

১৬৪ বছর পর বন্ধ হয়ে গেল মহাত্মা গাঁধীর ছোটবেলার স্কুল

এই স্কুলেই প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছিলেন জাতীর জনক। দীর্ঘ ১৬৪ বছরের রাস্তা পেরিয়ে বন্ধ হয়ে গেল গুজরাতের রাজকোটের সেই স্কুল। ১৮৮৭ সালে ১৮ বছর বয়সে রাজকোটের এই আলফ্রেড হাই স্কুল থেকেই স্নাতক হয়েছিলেন মহত্মা গাঁধী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১৭:০০

এই স্কুলেই প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছিলেন জাতীর জনক। দীর্ঘ ১৬৪ বছরের রাস্তা পেরিয়ে বন্ধ হয়ে গেল গুজরাতের রাজকোটের সেই স্কুল। ১৮৮৭ সালে ১৮ বছর বয়সে রাজকোটের এই আলফ্রেড হাই স্কুল থেকেই স্নাতক হয়েছিলেন মহত্মা গাঁধী।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মহাত্মা গাঁধীর স্মৃতিতে একটি সংগ্রহশালা তৈরি করা হবে হিন্দি মিডিয়াম এই স্কুলে। মিউজিয়ম তৈরির উদ্দেশ্যেই বন্ধ করা হচ্ছে স্কুলটি।

বর্তমানে ১২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে এই স্কুলে। স্কুলের তরফে তাদের প্রত্যককেই ‘স্কুল লিভিং সার্টিফিকেট’ দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যাতে তাদের অন্য কোনও স্কুলে ভর্তি হতে সমস্যা না হয়, সেই ব্যাপারটিও দেখা হবে বলে আশ্বাস দিয়েছে আলফ্রেড স্কুল কর্তৃপক্ষ।

গত বছর রাজকোট মিউনিসিপাল কর্পোরেশন(আরএমসি) স্কুলটিকে সংগ্রহশালা করার একটি প্রস্তাব আনে গুজরাত সরকারের কাছে। সম্প্রতি গৃহীত হয়েছে সেই প্রস্তাব। রাজকোট মিউনিসিপাল কমিশনার বি এন পানি বলেন, ‘‘খুব শীঘ্রই মিউজিয়ম তৈরির কাজ শুরু হবে। ১০ কোটি টাকার কাছাকাছি খরচ হবে এই প্রকল্পে। মহাত্মা গাঁধীর পাশাপাশি সর্দার বল্লভভাই পটেল এবং আরও বহু রাজনৈতিক নেতার জীবনের নানান দিক তুলে ধরা হবে এই সংগ্রহশালায়।’’

আরও পড়ুন: মরে যাওয়া নদী আবার ছলাৎছল মাত্র ৭০ দিনের পরিশ্রমে

Mahatma Gandhi School Alfred High School Rajkot Mohandas Gandhi High School Museum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy