রাজনৈতিক চক্রান্তে তিনি যখন জেলে বন্দি, মনমোহন সিংহ ফোন করে তাঁর ছেলের পড়াশোনার খরচ দিতে চেয়েছিলেন বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম শুক্রবার সমাজমাধ্যমে শোকবার্তায় জানিয়েছেন।
আনওয়ার ইব্রাহিম। —ফাইল চিত্র।
ইব্রাহিম লিখেছেন, মালয়েশিয়ার সরকার বিষয়টি যে ভাল ভাবে নেবে না এবং এ জন্য রাজনৈতিক খেসারতও দিতে হতে পারে সেটা জেনেও মনমোহন নিজের চারিত্রিক দৃঢ়তায় অটুট থেকে সেই সময়ে অপ্রত্যাশিত ভাবে এগিয়ে এসেছিলেন। সেই প্রস্তাব শ্রদ্ধার সঙ্গে তখন ফিরিয়ে দিয়েছিলেন ইব্রাহিম। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ভারতের অর্থমন্ত্রী মনমোহনের সংস্কারমূলক কাজ তিনি মালয়েশিয়ার অর্থমন্ত্রী হিসেবে নিবিড় ভাবে দেখার সুযোগ পেয়েছিলেন বলেও উল্লেখ করেছেন ইব্রাহিম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)