Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

চূড়ান্ত বৈষম্য চলছে, কোন রাজ্যে কী নোট যাচ্ছে হিসাব চাই: উষ্মা মমতার

কোন রাজ্যে কী নোট পাঠানো হচ্ছে, অবিলম্বে হিসাব প্রকাশ করুক রিজার্ভ ব্যাঙ্ক। দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নগদের বণ্টনের ক্ষেত্রে চূড়ান্ত বৈষম্য শুরু হয়েছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বেতন পাওয়া সত্ত্বেও মানুষ এ দিন নগদ জোগাড় করতে পারেননি বলে বিভিন্ন এলাকা থেকে খবর এসেছে, দাবি তৃণমূলনেত্রীর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ২০:১১
Share: Save:

কোন রাজ্যে কী নোট পাঠানো হচ্ছে, অবিলম্বে হিসাব প্রকাশ করুক রিজার্ভ ব্যাঙ্ক। দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নগদের বণ্টনের ক্ষেত্রে চূড়ান্ত বৈষম্য শুরু হয়েছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বেতন পাওয়া সত্ত্বেও মানুষ এ দিন নগদ জোগাড় করতে পারেননি বলে বিভিন্ন এলাকা থেকে খবর এসেছে, দাবি তৃণমূলনেত্রীর।

নোট বাতিলের পর থেকে দেশ জুড়ে নগদের যে রকম হাহাকার, তাতে বেতনের তারিখে সমস্যা আরও বাড়বে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই পটনায় মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার কিন্তু বেশ কিছু এলাকা থেকে সমস্যার ছবি উঠেও এসেছে। গোটা পরিস্থিতি নিয়ে তাই এ দিন তীব্র উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘বেতনভুক শ্রেণি সংসার চালানোর জন্য তাঁদের নিজের টাকাটাও ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। যদি সংগঠিত ক্ষেত্রের কর্মীরাই এই রকম সমস্যার মুখে পড়েন, তা হলে অসংগঠিত ক্ষেত্রে পরিস্থিতিটা কী রকম, নিশ্চয়ই সবাই আঁচ করতে পারছেন।’’ রিজার্ভ ব্যাঙ্কের দিকেও এ দিন আঙুল তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘ঘোষণা এবং প্রতিশ্রুতি সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক বেশ কয়েকটি রাজ্যের সরকারকে নিতান্ত প্রয়োজনীয় টাকাটুকুও দেয়নি। ৫০০ টাকা বা ১০০ টাকার নোট এবং অন্যান্য ছোট নোট বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে আর দেখা যাচ্ছে না, সেগুলি বিরল বস্তু হয়ে গিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে জানাতে হবে, কোন রাজ্যকে কী ধরনের নোট দেওয়া হচ্ছে। নগদের বণ্টনের ক্ষেত্রে বিভিন্ন রাজ্য চূড়ান্ত বৈষম্যের শিকার হচ্ছে।’’

আরও পড়ুন: মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ঐতিহাসিক, প্রশংসা মুকেশের

কোথায় কত নগদ পাঠানো দরকার, সে নিয়ে কোনও পরিকল্পনা নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন মন্তব্য করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক তথা কেন্দ্র বিভিন্ন রাজ্যের সঙ্গে একপেশে আচরণ করছে বলেও তাঁর অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE