Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফারুকের পাশে থাকার বার্তা মমতার

ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুককে টুইটারে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘আপনার জন্য এখন কঠিন সময়। আমরা আপনার পাশে আছি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০১:১২
Share: Save:

‘কঠিন সময়ে’ পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুককে টুইটারে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘আপনার জন্য এখন কঠিন সময়। আমরা আপনার পাশে আছি। ইতিবাচক থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করি’।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে ফারুক-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন দলের নেতা-নেত্রীদের আটক করা হয়। দিনকয়েক পরে চেন্নাইয়ে ডিএমকে নেতা প্রয়াত করুণানিধির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে অতিথির তালিকায় নাম থাকা সত্ত্বেও ‘বন্দি’ ফারুক সেখানে যেতে পারেননি। তখনও ফারুকদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা কেন্দ্রের নীতির নিন্দা করেছিলেন। তাঁদের কোথায় রাখা হয়েছে, তা কেন্দ্রীয় সরকার কেন ‘গোপন’ রেখেছে, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। পরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, জনসুরক্ষা আইনে ফারুকদের ‘গৃহবন্দি’ রাখা হয়েছে। এখন ফারুকের জন্মদিন উপলক্ষে ফের তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farooq Abdullah Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE