Advertisement
E-Paper

সরকারি খরচে ভোট হোক, মোদীকে চিঠি মমতার  

এ বারের নির্বাচনে ব্যাপক ভাবে ‘কালো টাকা’ ছড়ানো হয়েছে বলে ইতিমধ্যেই বিজেপির দিকে আঙুল তুলেছেন মমতা।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৩:৪৬
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

‘কাটমানি’ অভিযোগের তির ঘোরাতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ব্ল্যাকমানির বিরুদ্ধে দলকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি। সেই কাজ আরও এক ধাপ এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লেখা সেই চিঠিতে তাঁর দাবি, সরকারি খরচে নির্বাচন পরিচালনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী।

এ বারের নির্বাচনে ব্যাপক ভাবে ‘কালো টাকা’ ছড়ানো হয়েছে বলে ইতিমধ্যেই বিজেপির দিকে আঙুল তুলেছেন মমতা। মোদীকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘২০১৯ এর লোকসভা নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল যে ভাবে তহবিল সংগ্রহ করেছে, তা বিশ্বে ভারত সম্পর্কে এক কুৎসিত চিত্র তুলে ধরেছে। দুর্নীতির প্রশ্নে সেরার সেরা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনী তহবিল সংগ্রহ। তাই প্রধানমন্ত্রী এই একটি মাত্র বিষয় নিয়েই সর্বদলীয় বৈঠক ডেকে সরকারি খরচে ভোট করানোর ব্যবস্থা করুন।’

মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের নির্বাচনী সংস্কার প্রসঙ্গে সরকারি খরচে ভোট করার কথা তৃণমূল কংগ্রেস ২০১৪ এবং ২০১৯ এর ইস্তেহারে লিখেছিল। সম্প্রতি সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এর পোল এক্সপেন্ডিচার-২০১৯ রিপোর্টে প্রকাশিত হয়েছে, এ বারে যে পরিমাণ খরচ হয়েছে, তা অতীতে কখনও হয়নি। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ৬০ হাজার কোটি বা ৮.৬৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ২০১৬-এর আমেরিকার প্রেসিডেন্ট ও মার্কিন কংগ্রেসের ভোটে সব মিলিয়ে ৬.৫ বিলিয়ন ডলার খরচ হয়েছিল।

মুখ্যমন্ত্রীর আশঙ্কা, যা পরিস্থিতি তাতে ২০২৪ এর নির্বাচনে খরচ ১ লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে। প্রধানমন্ত্রীর কাছে মমতার আর্জি, ‘আপনি নিশ্চয় জানেন, রাজনৈতিক দলগুলি ভোটের প্রচারে দেদার খরচ করেছে। টাকা বিলিও করা হয়েছে। নির্বাচন কমিশন প্রার্থীদের নির্দিষ্ট খরচের মাত্রা বেঁধে দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলির খরচের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের ৬৫টি দেশে সরকারি খরচে নির্বাচন হয়। ৭৯টি দেশে আংশিক খরচ বহন করে সরকার। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, জাপান, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক, রাশিয়া, স্পেনের নির্বাচন সরকারি খরচে হয় বলে মুখ্যমন্ত্রীর দাবি। পৃথিবীর ৭১টি দেশে যে কোনও সংবাদমাধ্যমে বিনা খরচে নির্বাচনী প্রচার চালানো যায়। এ দেশে তা হয় কেবলমাত্র দূরদর্শন ও আকাশবাণীতে। সে সব দেখেশুনে সরকারি খরচে নির্বাচনের দাবি ফের তুললেন মমতা।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Mamata Banerjee Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy