৩৬ বছরের এক যুবককে বিদ্যুতের শক দিয়ে খুনের অভিযোগ উঠল দিল্লিতে। পুলিশের সন্দেহ, কর্ণ দেব নামে ওই যুবকের স্ত্রী খুন করেছেন তাঁকে। সাহায্য করেছেন তরুণীর প্রেমিক, যিনি আদতে করণের খুড়তুতো ভাই। দিল্লির দ্বারকার ঘটনা।
১৩ জুলাই দিল্লির উত্তম নগরের এক হাসপাতাল থেকে থানায় কর্ণের মৃত্যুর খবর দেওয়া হয়। ডেপুটি পুলিশ কমিশনার (দ্বারকা) অঙ্কিত সিংহ জানিয়েছেন, প্রথমে যুবকের মৃত্যু নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করেনি তাঁর পরিবার। দেহের ময়নাতদন্তও করাতে রাজি হয়নি তারা। কিন্তু অল্প বয়সে মৃত্যুর কারণে তাঁর দেহের ময়নাতদন্ত করানো হয়। এর মধ্যে বুধবার কর্ণের ছোট ভাই কুণাল দেব ভাইয়ের মৃত্যুতে সন্দেহ প্রকাশ করে থানায় অভিযোগ জানান। তিনি দাবি করেন, কর্ণের মৃত্যু স্বাভাবিক নয়। তিনি আরও দাবি করেন, কর্ণের স্ত্রী এবং তাঁর খুড়তুতো ভাইয়ের মধ্যে বিনিময় হওয়া মেসেজ দেখতে পেয়েছেন। তা দেখেই তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছে। কুণালের দাবি, তাঁর বৌদি এবং খুড়তুতো ভাই কর্ণকে খুনের ছক কষছিলেন। এর পরেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, কর্ণকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল। তার পরে তাঁকে বিদ্যুতের শক দিয়ে খুন করা হয়। কর্ণের স্ত্রী তখন নিজের বাপের বাড়িতে চলে যান। তাঁদের গিয়ে জানানস তাঁর স্বামীর সাড়া মিলছে না। পুলিশ জানিয়েছে, এর পরেই কর্ণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।