উত্তরপ্রদেশের বান্দায় একটি বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের তিন জনের পচাগলা দেহ। পুলিশ মনে করছে, স্ত্রী এবং শিশুপুত্রকে খুনের পরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৩ বছরের জিতেন্দ্র। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, খাবার নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছিল জিতেন্দ্রের। তার পরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্র গুজরাতের অহমদাবাদে রঙের কাজ করতেন। উত্তরপ্রদেশের বান্দার আটারা টাউনে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী গৌরা এবং চার মাসের পুত্র। বৃহস্পতিবারই অহমদাবাদ থেকে ঘরে ফিরেছিলেন জিতেন্দ্র। তার পরেই এই কাণ্ড বলে অনুমান পুলিশের। বান্দা পুলিশ সুপার পলাশ বনসল জানান, ওই বাড়ির মালিক রামকুমার প্রজাপতি শনিবার থানায় খবর দেন। তিনি জানান, তাঁর ভাড়া দেওয়া একটা ঘর থেকে পচা গন্ধ বার হচ্ছে। এর পরেই ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তিন জনের দেহ।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে দেন জিতেন্দ্র। তার পরে শিশুটিকে গলা টিপে খুন করে নিজে আত্মঘাতী হন। শনিবার পচা গন্ধ বার হওয়ার পরে থানায় খবর দেন বাড়ির মালিক।