Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

বাড়ির সামনে প্রস্রাব করায় প্রতিবাদ, পাথর দিয়ে থেঁতলে খুন দিল্লিতে

পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিলু। তাঁর নামে ডাকাতি, ছিনতাইয়ের বেশ কয়েকটি মামলা রয়েছে।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ১৪:০৪
Share: Save:

বাড়ির সামনে প্রস্রাব করেছিলেন পাড়ারই এক প্রবীণ। প্রতিবাদে তাঁকে সপাটে চড় মারেন প্রতিবেশী। তার পর ওই প্রবীণের দুই ছেলে এসে পাথর দিয়ে থেঁতলে খুন করল ওই প্রতিবেশীকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির গোবিন্দ পুরী এলাকায়। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। খুনের মামলাও রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিলু। তাঁর নামে ডাকাতি, ছিনতাইয়ের বেশ কয়েকটি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে দক্ষিণ দিল্লির গোবিন্দ পুরী এলাকায় বেশ কিছু ক্ষণের জন্য লোডশেডিং হয়ে যায়। সেই সময় স্ত্রী পিঙ্কিকে নিয়ে বাড়ির দোতলার বারান্দায় বসেছিলেন লিলু। তাঁর দু’-একটা বাড়ি পরে থাকেন এমন এক প্রবীণ এসে ওই সময় লিলুর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে শুরু করলে উপরের বারান্দা থেকে চিৎকার করতে শুরু করেন লিলু। তাতে ওই প্রবীণও তাঁকে পাল্টা কিছু বললে রেগে গিয়ে উপর থেকে নীচে নেমে এসে ওই প্রবীণের সঙ্গে বচসা করতে শুরু করেন লিলু। তারই মধ্যে ওই প্রবীণকে সপাটে চড় মারেন লিলু।

ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিসোয়াল জানিয়েছেন, এর কিছু ক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই প্রবীণের দুই ছেলে। তাঁরাও জড়িয়ে পড়েন বচসায়। শুরু হয়ে যায় ঠেলাঠেলি, ঘুষোঘুষি। অশ্রাব্য গালিগালাজ। ওই সব চলার মধ্যেই প্রবীণের এক ছেলেকে রাস্তার ধারে পড়ে থাকা বড় একটি সিমেন্টের স্ল্যাব তুলে লিলুর দিকে এগিয়ে যেতে দেখা যায়। প্রবীণের ওই ছেলে তার পর সেই সিমেন্টের স্ল্যাবটি দিয়ে লিলুর মাথায় আঘাত করতে শুরু করেন। এতে সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান লিলু। তখন তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এম্স)–এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ধ্বস্তাধ্বস্তির সময় আততায়ীরাও জখম হয়েছেন।

আরও পড়ুন- পাড়ার ছেলে খুন করেছে! বিস্ময়​

আরও পড়ুন- শুধু খুনই নয়, যৌন নির্যাতনও করত কালনার সিরিয়াল কিলার​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE