দু’দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে, সোমবার তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করল এক যুবক। ওই দিন সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন নির্যাতিতা।
অভিযুক্ত বছর ২৩-এর ওই যুবক একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে শনিবার জেল থেকে ছাড়া পায়। অভিযোগ, ওই বৃদ্ধাকে ধর্ষণ করার সময় সে মত্ত অবস্থায় ছিল। নির্যাতিতার এখন চিকিৎসা চলছে।
এই প্রসঙ্গে এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক বলেন, “আমরা ধর্ষণের মামলা দায়ের করেছি। আমরা তদন্ত করছি এবং উপযুক্ত প্রমাণও পেয়েছি। নির্যাতিতা এখন বিপন্মুক্ত।” এই ব্যাপারে তিনি আরও জানিয়েছেন, পুলিশ যখন অভিযুক্তকে খুঁজে বার করে গ্রেফতার করার চেষ্টা করে, তখন তাদের উপর সে ছুরি দিয়ে আক্রমণ করে। এমন পরিস্থিতিতে তার পায়ে গুলি করে পুলিশ তাকেহেফাজতে নেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)