বেঙ্গালুরুতে এক মর্মান্তিক দুর্ঘটনার ছবি প্রকাশ পেল সোশ্যাল মিডিয়ায়। ট্রেনের মাথায় উঠে এক ব্যক্তি হাই ভোল্টেজ তার ছুঁয়ে ফেলতেই বিস্ফোরণের সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের মাথায় উঠে পড়েছে এক ব্যক্তি। হঠাত্ বাঁ হাত দিয়ে ওভার হেডের হাই ভোল্টেজ তার ধরে ফেলে। সঙ্গে সঙ্গে বোম ফাটার মতো শব্দ হয়। বিস্ফোরণের মতো আগুনে জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দেহটি লুটিয়ে পড়ে।
এই ঘটনা বেঙ্গালুরুর ম্যাজেস্টিক রেল স্টেশনের। ওই ব্যক্তি ট্রেনের মাথায় উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময় হঠাত্ হাত দিয়ে ধরে ফেলে হাই ভোল্টেজ তার। তাতেই এই মর্মান্তিক পরিণতি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনার সময় নিচে অনেকেই ছিলেন। ওই ব্যক্তিকে বুঝিয়ে নিচে নামিয়ে আনার কোনও চেষ্টা কাউকে করতে দেখায় যায়নি। তার বদলে ভিডিয়ো করতে ব্যস্ত ছিলেন তাঁরা। কিন্তু দুর্ঘটনার পরই অনেকে আপসোস করতে শোনা যায়।কেন ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেলেন, বা কেন এমন কাজ করলেন তা জানা যায়নি।
Man who climbed up a train in #Bangalore threatening to commit suicide touches the electric wire by accident and dies on the spot. pic.twitter.com/CsOi4S8zP4
— Imran Khan (@keypadguerilla) April 25, 2019