Advertisement
E-Paper

মানিকের ইস্তফা, আপাতত কাজ চালাতে বললেন তথাগত

শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। তাতে ২৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটেছে ত্রিপুরায়। মানিক অবশ্য তাঁর ধনপুর আসনটি ধরে রাখতে পেরেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ১৫:১২
ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার, আগরতলায়।

ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার, আগরতলায়।

রাজ্যপাল তথাগত রায়ের হাতে রবিবার তাঁর পদত্যাগপত্র তুলে দিলেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। তাতে ২৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটেছে ত্রিপুরায়। মানিক অবশ্য তাঁর ধনপুর আসনটি ধরে রাখতে পেরেছেন।

এ দিন আগরতলায় রাজভবন থেকে বেরিয়ে এসে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘‘আমার পদত্যাগপত্র জমা দিতে এসেছিলাম। যত দিন না নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, তত দিন পর্যন্ত রাজ্যপাল আমাকে সরকারি কাজকর্ম চালিয়ে যেতে বলেছেন। এটাই নিয়ম। সেটা আমি করব। এত দিন যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’’

এ বার ভোটে বিধানসভার যে ৫৯টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে, তাতে বিজেপি ও তার শরিক উপজাতিদের দল আইপিএফটি পেয়েছে ৪৩টি আসন। সিপিএম সহ বামপন্থী দলগুলি জয়ী হয়েছে মাত্র ১৬টি আসনে। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৩৫টি আসনে জয়ী হয়ে।

আরও পড়ুন- ত্রিপুরাছাড়া করার হুমকি হিমন্তের, সেই মানিকেরই আশীর্বাদ নিলেন বিপ্লব​

আরও পড়ুন- হাওয়ায় নয়, সিপিএম বধের পিছনে গবেষণা ছিল বিস্তর​

ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম রাজত্বে মানিক মুখ্যমন্ত্রী ছিলেন ২০ বছর। তাঁর পূর্বতন মুখ্যমন্ত্রী দশরথ দেব অসুস্থ হয়ে পড়ায় ’৯৮ সালের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী হননি। সেই বছরই প্রথম বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানিক সরকার।

Tripura Manik Sarkar Tathagata Roy মানিক সরকার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy