Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Pancreatic Cancer

প্যানক্রিয়াসে ক্যানসার পর্রীকরের, জানাল গোয়া সরকার

বেশ কিছু দিন ধরেই আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রায়ই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। অবশেষে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে সরকারি ভাবে জানালেন, প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মুখ্যমন্ত্রী।

মনোহর পর্রীকর।

মনোহর পর্রীকর।

সংবাদ সংস্থা
পানজিম শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ২০:১৫
Share: Save:

বেশ কিছু দিন ধরেই আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রায়ই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। অবশেষে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে সরকারি ভাবে জানালেন, প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মুখ্যমন্ত্রী।

রানে শনিবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের কথা জানিয়ে বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ভাল নয়। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ। ক্যানসারে আক্রান্ত। ওঁর প্যানক্রিয়াসে ক্যানসার।’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলেও তিনি জানান। রানে আরও বলেন, ‘‘এই মুহূর্তে পরিবারের সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী।’’

অগ্ন্যাশয়ের সমস্যা, রক্তচাপ কমে যাওয়া এবং ডিহাইড্রেশনের সমস্যা-সহ একাধিক কারণে প্রায়শই হাসপাতালে ভর্তি হতে হয়েছে মনোহর পর্রীকরকে। সেই থেকেই পর্রীকরের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছিল। অবশেষে আসল কারণ জানালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইসলামাবাদ সন্ত্রাসে মদত বন্ধ না করলে অন্য পদক্ষেপ, কঠোর বার্তা সেনাপ্রধানের

(দেশ দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE