টানা পাঁচ দিন পর অনশনের মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন, ‘আমরা জিতে গিয়েছি’! ভাঙলেন অনশনও। এ দিন দক্ষিণ মুম্বইয়ের আজ়াদ ময়দানে আয়োজিত অনশন মঞ্চে মহারাষ্ট্রের জলসম্পদ দফতরের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখেপাটিলের হাতে জল খেয়ে অনশন ভাঙেন মরাঠা নেতা মনোজ জারাঙ্গে পাটিল।
সম্প্রতি ‘মরাঠা কোটা’র দাবিতে শুরু হওয়া আন্দোলন তথা বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মনোজ অনুগামীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করতে সম্মত হয় মহারাষ্ট্র সরকার। সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারের তরফে হায়দরাবাদ গেজ়েট বাস্তবায়নের ক্ষেত্রে মনোজের দাবিতে সম্মতি জানানো হয়। যেখানে মরাঠাদের ‘কুনবি’ কৃষক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মেনে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মহারাষ্ট্র মন্ত্রিসভার উপ-কমিটির সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন মনোজ। সেই বৈঠকে তিনি সাফ জানান, বিষয়টিকে স্বীকৃতি দিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হোক। তা হলেই তাঁর অনুগামী তথা সমর্থকেরা মঙ্গলবার রাত ন’টার মধ্যে মুম্বইয়ের রাস্তা খালি করে দেবেন। এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই টানা পাঁচ দিনের অনশনে ইতি টানেন মনোজ। গত কয়েক দিনে মুম্বইয়ের আজ়াদ ময়দানে চলা মনোজের বিক্ষোভ কর্মসূচির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং দক্ষিণ মুম্বইয়ের বিভিন্ন এলাকা প্রবল যানজটের মুখে পড়েছিল। ভোগান্তির মুখে পড়েছিলেন দেশের বাণিজ্য নগরীর বাসিন্দারাও। দেরিতে চলেছিল মুম্বইয়ের ‘লাইফ লাইন’ লোকাল ট্রেনও। বন্ধ রাখতে হয়েছিল শহরের বেশ কয়েকটি রুটেরবাস চলাচলও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)