একে কনকনে ঠান্ডা, আর তার জেরে ঘন কুয়াশা। যার সঙ্গে জুড়েছে দোসর দূষণ। সব মিলিয়ে ধোঁয়াশায় জেরবার রাজধানী দিল্লি। পরিস্থিতি এমনই যে, ঘোর ধোঁয়াশায় শহরের দৃশ্যমানতা নেমেছে কার্যত শূন্যে। এমন পরিস্থিতিতে, আজ সকাল থেকেই দিল্লির ইন্দিরা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। আজ প্রায় ১০০টিরও বেশি উড়ান বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে, বিভিন্ন উড়ান সংস্থার তরফে যাত্রীদের উদ্দেশে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। যেখানে উড়ানের আগে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রেল সূত্রে খবর, ঘন কুয়াশা তথা ধোঁয়াশার কারণে উত্তর ভারত দিয়ে যাওয়া দিল্লিগামী অন্তত ৩০টি ট্রেন দেরিতে চলছে।
বিশেষজ্ঞদের মতে, আপাতত দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকা-সহ উত্তর ভারতের একটা বড় এলাকার বাতাস স্থবির অবস্থায় রয়েছে। তাই এমন পরিস্থিতি। দিল্লির বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, দৃশ্যমানতা কম থাকার কারণে এ দিন দিল্লিতে নামতে পারেনি ৬৬টি বিমান। যেগুলি রুট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্য দিকে, উড়ান বাতিল করতে হয়েছে ৬৩টি বিমানের। দূষণের হাত থেকে শিশুদের বাঁচাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়শোনা চলছে অনলাইনে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)