E-Paper

লগ্নি-আস্থায় টান, প্রশ্নে আদানির প্রকল্প চুক্তি

আদানি কাণ্ডের ছায়া পড়তে শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি খতিয়ে দেখতে চাইছে ঢাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১০
Picture of Gautam Adani.

গৌতম আদানি। ফাইল চিত্র।

আদানি কাণ্ড সামনে আসার পরে ওই গোষ্ঠীতে টাকা ঢালার বিষয়টি ভেবে দেখতে শুরু করেছে অনেক আন্তর্জাতিক সংস্থাই। শেয়ারে টাকা ঢালা অনেক আন্তর্জাতিক সংস্থা ফিরিয়ে নিতে শুরু করেছে লগ্নি। এরই মধ্যে শেয়ার বাজারে বিনিয়োগকারী বিশ্বের অন্যতম বড় সংস্থা নরওয়ের ‘সভরেন ওয়েলথ ফান্ড’ সম্প্রতি জানিয়ে দিল আদানি গোষ্ঠীতে তাদের বিনিয়োগ করা মোট ১ কোটি ৩৫ লক্ষ কোটি ডলার তারা বছরের শুরু থেকেই একটু একটু করে তুলে নিয়েছে। সংস্থার প্রধান ক্রিস্টোফার রাইটস জানিয়েছেন, আদানি গোষ্ঠীর কাজকর্মের উপর তাঁরা দীর্ঘদিন ধরেই নজর রেখেছেন। দেখেছেন যে, তাদের বিনিয়োগ এমন জায়গায় যাচ্ছে যেখানে পরিবেশের ঝুঁকি রয়েছে।

এই মুহূর্তে আদানি গোষ্ঠীতে এই বৃহৎ লগ্নিকারী সংস্থার আর কোনও বিনিয়োগ নেই বলে দাবি করা হয়েছে। তবে বিদেশি সংস্থা বিনিয়োগ তুলে নিলেও আদানি গোষ্ঠীতে কিন্তু এখনও ভরসা রাখছে দেশীয় সংস্থা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র বিনিয়োগ রয়েছে ২১ হাজার কোটি টাকা এবং এলআইসির বিনিয়োগ রয়েছে ৩৭ হাজার কোটি টাকা। এলআইসি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উভয়েই জানিয়েছে, তাদের মোট সম্পত্তির তুলনায় আদানিতে বিনিয়োগ সেই রকম বিশেষ কিছু নয়।

আদানি কাণ্ডের ছায়া পড়তে শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি খতিয়ে দেখতে চাইছে ঢাকা। ২০১৭ সালের নভেম্বরে আদানি-র শক্তি সংস্থার সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিপি)। সেই অনুযায়ী ঝাড়খন্ডের গোড্ডার কয়লানির্ভর এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা বাংলাদেশের। সূত্রের খবর, বিপিডিপি-র পক্ষ থেকে সম্প্রতি আদানির সংস্থাকে একটি চিঠি দিয়ে চুক্তিটি পুনরায় খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, কয়লা দাম অত্যন্ত বেড়ে যাওয়ায় এই অনুরোধ করা হল।

আগামী ২৪ এবং ২৫ তারিখ বেঙ্গালুরুতে জি-২০ভুক্ত রাষ্ট্রগুলির অর্থমন্ত্রীর বৈঠক। সেখানে আমন্ত্রিত দেশ হিসাবে থাকার কথা বাংলাদেশের প্রতিনিধিরও। সূত্রের খবর, সেখানে আদানি বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে পারে ঢাকা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gautam Adani Adani Group Bangladesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy