চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন এক যুবক। দৌড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে তাঁকে রক্ষা করলেন স্টেশনমাস্টার। টেনে আনলেন প্ল্যাটফর্মে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের একটি রেলস্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর কর্নাটকের পাণ্ডবপুরা স্টেশনে ঘটনাটি ঘটে। এক জন যুবক ১৬২১৯ নম্বর ট্রেন ধরার জন্য পাণ্ডবপুরা স্টেশনে আসেন। কিন্তু তিনি দেরি করে পৌঁছোন। তিনি যখন স্টেশনে আসেন, তখন ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ছিল। ট্রেনটিকে প্ল্যাটফর্ম ছাড়তে দেখে দৌড়োতে শুরু করেন যুবক। তাঁর হাতে ছিল একটি ব্যাগ। কিন্তু চলন্ত ট্রেনে ওঠার সময় তাঁর পা পিছলে যায়। শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেননি। ফলে ট্রেনের হাতল ধরে প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে এগিয়ে যান তিনি। বিষয়টি লক্ষ করে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন ওই স্টেশনের স্টেশনমাস্টার অভিজিৎ সিংহ। এক ঝটকায় যাত্রীকে তুলে আনেন তিনি। রক্ষা করেন বড় বিপদ থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে দক্ষিণ-পশ্চিম রেলওয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে স্টেশনমাস্টারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। চলন্ত ট্রেনে ওই ভাবে ওঠার চেষ্টা করার জন্য যুবকের সমালোচনাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সাহসী স্টেশনমাস্টারকে পুরস্কার দেওয়া উচিত। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সত্যিকারের বীর। কী ভাবে এক জনের প্রাণ বাঁচালেন স্টেশনমাস্টার!’’