ছোট দুই সন্তানকে বাড়িতে পড়াতে আসতেন। সেই গৃহশিক্ষকের সঙ্গেই বাড়ি ছেড়়ে পালালেন বধূ। চুম্বন করার নিজস্বীও তুললেন। আর প্রমাণস্বরূপ সেই নিজস্বী নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন যুবক স্বামী। জানিয়ে দিলেন, স্ত্রীর সঙ্গে আর সংসার করতে চান না তিনি। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুবকের নাম মণীশ তিওয়ারি। পেশায় দিনমজুর তিনি। ভাইরাল সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার নাম মণীশ তিওয়ারি। আমার স্ত্রীর নাম রশ্মি রানি। শুভমকুমার মেহতা নামে গৃহশিক্ষক আমাদের বাড়িতে আসতেন সন্তানদের পড়াতে। আমাকে এবং আমাদের দুই বাচ্চাকে রেখে আমার স্ত্রী তাঁর সঙ্গেই পালিয়েছে। এখন আমি আর তাঁর সঙ্গে সংসার করতে চাই না।’’
আরও পড়ুন:
মণীশ আরও জানিয়েছেন, গৃহশিক্ষক শুভম ঘন ঘন তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। কিন্তু তাঁর কখনও সন্দেহ হয়নি। তাই গৃহশিক্ষকের সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি বড় ধাক্কা খেয়েছেন বলেই দাবি মণীশের।
আরও পড়ুন:
মণীশের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রেনু যাদব’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। দিনমজুর মণীশ এবং তাঁর দুই সন্তানের কথা ভেবে দুঃখও প্রকাশ করেছেন অনেকে।